বিজ্ঞানীরা খুশির খবর দিলো হার্টের রোগীদের

হার্ট ফেইলিওর বা হৃদযন্ত্র রোগের মোকাবেলায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বিজ্ঞানীরা। সম্প্রতি 'ন্যাচার' জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত হৃদযন্ত্র চিকিৎসার জন্য ল্যাব-প্রস্তু্। বিশেষ "হার্ট প্যাচ" ব্যবহার করা যেতে পারে।

জার্মান গবেষকদের মতে, এই প্রযুক্তি বিশেষভাবে সহায়ক হতে পারে সেইসব রোগীদের জন্য, যাদের হৃদযন্ত্রের অবস্থা সংকটাপন্ন এবং প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে আশানুরূপ উন্নতি হচ্ছে না। গবেষকরা জানিয়েছেন, হার্ট প্যাচটি স্টেম সেল থেকে তৈরি করা হয়। 

গবেষণা দলের অন্যতম সদস্য প্রফেসর ইনগো কুটচকা জানান, বুকে ৯ সেন্টিমিটার বাই ৩.৫ ইঞ্চি মাপের এই প্যাচকে হৃদযন্ত্রের উপর সেলাই করা হয়। যদিও এটি জটিল একটি প্রক্রিয়া, তবে গবেষকরা সফলভাবে এটি প্রয়োগ করেছেন।

৪৬ বছর বয়সী এক নারী ২০১৬ সালে হার্ট অ্যাটাকের শিকার হন এবং তার হৃদযন্ত্রের অবস্থা ক্রমাগত খারাপ হতে থাকে। ২০২১ সালে, অন্য সব চিকিৎসা পদ্ধতি ব্যর্থ হওয়ার পর, তিনি স্বেচ্ছায় এই হার্ট প্যাচ গ্রহণ করেন।

এই হার্ট প্যাচের কার্যকারিতা নিয়ে বানরের ওপর পরীক্ষা চালানো হয়, যেখানে এটি হৃদযন্ত্রের পেশিকে শক্তিশালী করতে সক্ষম হয়েছে। বিশ্বজুড়ে হার্ট ফেইলিওর মৃত্যুর প্রধান কারণগুলোর একটি। প্রচলিত চিকিৎসা পদ্ধতিগুলো যেমন হৃদযন্ত্র প্রতিস্থাপন বা হৃদযন্ত্রের যান্ত্রিক ডিভাইস অনেক ব্যয়বহুল এবং জটিল। 

ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের গবেষণা পরিচালক প্রফেসর জেমস লেইপার বলেছেন, এই গবেষণার প্রাথমিক ফলাফল আশাব্যঞ্জক, তবে এটি কতটা কার্যকর তা জানতে আরও বিস্তৃত মানব গবেষণা প্রয়োজন।

গবেষকরা আরও ১৫ জন রোগীর ওপর দীর্ঘমেয়াদি পরীক্ষা চালাচ্ছেন। যদি সফল হয়, তবে এটি হৃদরোগ চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনতে পারে।

এই পদ্ধতির একটি বড় চ্যালেঞ্জ হলো, রোগীর শরীরে প্রতিস্থাপিত হার্ট প্যাচকে কার্যকরভাবে বাঁচিয়ে রাখা। যেহেতু এটি অন্য একজনের স্টেম সেল থেকে তৈরি, তাই রোগীদের শরীর যাতে এটিকে প্রত্যাখ্যান না করে, সেজন্য শক্তিশালী ঔষধ সেবন করতে হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

বিএনপিকে নিশ্চিহ্ন করার কর্মসূচি করবেন না- মির্জা আব্বাস

রাত ১১টা পর্যন্ত হাতিরঝিলে যান চলাচল বন্ধ

কঠিন লড়াই আসছে, প্রস্তুতি নিচ্ছে এনসিপি: নাহিদ ইসলাম

সময় যতই লাগুক অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে- আসিফ মাহমুদ

গোপালগঞ্জে সংঘর্ষ: আরও একজনের মৃত্যু

সুদানের উত্তর করদোফান রাজ্যের বিভিন্ন গ্রামে হামলা চালিয়ে অন্তত ৩০০ জনকে হত্যা

দ্রুজ-বেদুইন সংঘর্ষে জড়ালো সিরিয়ার সেনা, আক্রমণ চালাচ্ছে ইসরাইল

গোপালগঞ্জে অনির্দিষ্টকালের জন্য কারফিউ

ঢাকায় মহাসমাবেশ সফল করতে উল্লাপাড়ায় জামায়াতের স্বাগত মিছিল

১০

গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর বক্তব্য

১১

চুয়াডাঙ্গায় জামায়াতের সাংবাদিক সম্মেলন

১২