জাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ছবি সংগৃহিত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে জাকসুর নির্বাচন কমিশন এ ভোটার তালিকা প্রকাশ করে।

চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, স্নাতক (সম্মান) ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষ এবং স্নাতকোত্তর ২০২০-২১, ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান এবং সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, অধ্যাপক ড. খো. লুৎফুল এলাহী এবং ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যারা স্নাতক (সম্মান) শ্রেণিতে ৬ বছর অথবা স্নাতকোত্তর শ্রেণিতে ২ বছর ধরে অধ্যয়নরত রয়েছেন, শুধুমাত্র তাদের নাম জাকসুর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে যেসব বিভাগে স্নাতক (সম্মান) কোর্সের মেয়াদ ৫ বছর, সেসব বিভাগের শিক্ষার্থীরা স্নাতক (সম্মান) শ্রেণিতে ৭ বছর ধরে অধ্যয়ন করার সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এম.ফিল, পিএইচ.ডি, উইকেন্ড ও ইভিনিং প্রোগ্রামের শিক্ষার্থী এবং বিভিন্ন ব্যাচের অনিয়মিত শিক্ষার্থীদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

তা ছাড়া ইনস্টিটিউট অব রিমোট সেনসিং অ্যান্ড জিআইএস-এর শিক্ষার্থীরা বিশেষায়িত মাস্টার্সে অধ্যয়ন করায় তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। যেসব শিক্ষার্থী আইবিএ’র নিয়মিত কোর্সে স্নাতক (সম্মান) শ্রেণিতে অধ্যায়ন না করে মাস্টার্স (স্নাতকোত্তর) শ্রেণিতে অধ্যায়নরত তাদেরও এই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

এতে আরও বলা হয়, জাকসু গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে জাকসু সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের সিদ্ধান্তের ভিত্তিতে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত এমফিল, পিএইচডি, উইকেন্ড ও ইভিনিং প্রোগ্রামের শিক্ষার্থী এবং বিভিন্ন ব্যাচের অনিয়মিত শিক্ষার্থীদের নাম জাকসুর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএলে বাংলাদেশের ৭ ক্রিকেটারের দল পাওয়া নিয়ে শঙ্কা

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড

এখনো ডিবি কার্যালয়ে আনিস আলমগীর

হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা: সিইসি

বিপদে শুধু আমার দরজাই সবার জন্য খোলা থাকে : পরীমনি

পেঁয়াজ আমদানির অনুমতি আরো বাড়ল

কলম্বিয়ায় স্কুলবাস দুর্ঘটনায় নিহত ১৭

আজ সিঙ্গাপুর নেওয়া হবে ওসমান হাদিকে

নির্বাচন বানচালের অপচেষ্টা ব্যর্থ হবে : ইসি সানাউল্লাহ

নিজামী-গোলাম আযমকে সূর্যসন্তান ও দেশপ্রেমিক বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

১০

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ৩৮৭

১১

নির্বাচন ঘিরে রাজনৈতিক নেতাদের প্রোটোকল দেবে পুলিশ

১২