তারেক রহমানের নির্বাচনি প্রচারণায় জনতার ঢল

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান জনাব তারেক রহমানের পঞ্চম নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় ময়মনসিংহ মহানগর ওলামা দলের সদস্য সচিব আরিফ রব্বানির পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর ময়মনসিংহ মহানগর ওলামা দলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন মোমেন দোয়া পরিচালনা করেন।

সমাবেশে বিএনপির মনোনীত সংসদ প্রার্থীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি ঐক্যবদ্ধভাবে আন্দোলন ও নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছে। তারা তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা জনগণের মাঝে তুলে ধরেন এবং ময়মনসিংহবাসীর ব্যাপক সাড়া পাওয়ার কথা উল্লেখ করেন।

সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ও জাতীয় পর্যায়ের নেতারা। তাদের মধ্যে ছিলেন- সৈয়দ এমরান সালেহ প্রিন্স, রশিদুজ্জামান মিল্লাত, ব্যারিস্টার কায়সার কামাল, লুৎফুজ্জামান বাবর, ওয়ারেস আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, ডা. মাহাবুবুর রহমান লিটন, জাকির হোসেন বাবলু, মোতাহার হোসেন তালুকদার, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, শামিম তালুকদার, সানসিলা জেবরিং পিয়াংকা, মাহমুদুল হক রুবেল, ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, আক্তারুজ্জামান বাচ্চু, ডা. আনোয়ারুল হক, আবু তাহের তালুকদার, রফিকুল ইসলাম হিলালী, সুলতান মাহমুদ বাবু, আকতারুল আলম ফারুক, লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ইয়াসির খান চৌধুরী, মোস্তাফিজুর রহমান বাবুল ও ফাহিম চৌধুরী।

এছাড়া কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিবিদ চৌধুরী আব্দুল্লাহ ফারুক, এডভোকেট আরিফা জেসমিন নাহিন, রাকিবুল ইসলাম রাকিব, ড. শামসুজ্জামান মেহেদী, নিলুফার চৌধুরী মনি, আব্দুল বারী ড্যানী, সিরাজুল ইসলাম ও আফজাল এইচ খান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতায় এলে দ্রুত পদ্মা ব্যারেজের কাজে হাত দেবো: তারেক রহমান

শেরপুরে জামায়াত নেতা হত্যার ঘটনায় অন্তর্বর্তী সরকারের উদ্বেগ

জনসভার মঞ্চে তারেক রহমান

শেরপুরের সহিংসতার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি

কারাগারের আসামিকে থানা ভাঙচুরের ঘটনায় জড়ানোর আবেদন, তদন্ত প্রক্রিয়ার নিয়ে প্রশ্ন

ভোটকেন্দ্র ও বুথের সংখ্যা বাড়ালো ইসি

কিশোরগঞ্জে দোকানির ওপর সন্ত্রাসী হামলা, স্বর্ণালংকার ছিনতাই

জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আওয়ামী লীগের নিরপরাধ সমর্থকদের পাশে থাকবে বিএনপি : মির্জা ফখরুল

চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়া শিশু মেজবাহ মারা গেছে

১০

কাল থেকে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু

১১

চট্টগ্রামে গভীর গর্তে পড়ে যাওয়া শিশু উদ্ধার, নেয়া হচ্ছে হাসপাতালে

১২