আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

ছবি: সংগৃহীত ।

চট্টগ্রামে তৃতীয় টি-টোয়েন্টিতে দাপুটে পারফরম্যান্সে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের পর টানা দুই জয় তুলে নিয়ে লিটন দাসের দল ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে।

ব্যাট হাতে উড়ন্ত সূচনা করলেও বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় সংগ্রহ গড়তে পারেনি আয়ারল্যান্ড। পল স্টার্লিংয়ের আক্রমণাত্মক শুরু সত্ত্বেও শেষ পর্যন্ত দলটি থেমে যায় মাত্র ১১৭ রানে।

বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন তিনটি করে এবং শরিফুল ইসলাম দুইটি উইকেট শিকার করেন।

ছোট লক্ষ্য তাড়ায় শুরু থেকেই স্বচ্ছন্দ ছিল বাংলাদেশ। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে সুযোগ পান সাইফ হাসান। দুজন মিলে গড়ে তোলেন ৩৮ রানের জুটি। ১৪ বলে ১৯ রানের ক্যামিও খেলে সাইফ ফিরে গেলে ভাঙে এ জুটি। একবারে নেমে ব্যর্থ হন লিটন দাস (৬ বলে ৭)।

এরপর চারে নেমে পারভেজ হোসেন ইমন তানজিদকে দারুণ সঙ্গ দেন। দুজনই দেখেশুনে শুরু করলেও পরে রান তোলেন দ্রুত। গ্যারেথ ডেলানির এক ওভারে দুই ছক্কা ও এক চার হাঁকিয়ে হাফ সেঞ্চুরির পথে এগিয়ে যান তানজিদ। শেষ পর্যন্ত ক্রেইগ ইয়াংকে ছক্কা মেরে ৩৫ বলে পূর্ণ করেন অর্ধশতক। তিনি অপরাজিত থাকেন ৫৫ রানে।

ইমনও খেলেছেন দায়িত্বশীল ইনিংস, ৩৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

দারুণ বোলিংয়ের পর আত্মবিশ্বাসী ব্যাটিং—সব মিলিয়ে সহজ জয় তুলে নিয়ে সিরিজ সিল করেছে টাইগাররা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মচারীরা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’-এর প্রচার চালাতে পারবেন না

কোন রাজনৈতিক দলের প্রতি ন্যূনতম পক্ষপাতিত্ব সহ্য করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

জেলারের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ বাগেরহাটের ছাত্রলীগ নেতার

রাজনীতিতে ডিম ছোড়া প্রতিবাদ নাকি অপরাধ

একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : তারেক রহমান

ক্ষমতায় এলে দ্রুত পদ্মা ব্যারেজের কাজে হাত দেবো: তারেক রহমান

শেরপুরে জামায়াত নেতা হত্যার ঘটনায় অন্তর্বর্তী সরকারের উদ্বেগ

জনসভার মঞ্চে তারেক রহমান

শেরপুরের সহিংসতার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি

কারাগারের আসামিকে থানা ভাঙচুরের ঘটনায় জড়ানোর আবেদন, তদন্ত প্রক্রিয়ার নিয়ে প্রশ্ন

১০

ভোটকেন্দ্র ও বুথের সংখ্যা বাড়ালো ইসি

১১

কিশোরগঞ্জে দোকানির ওপর সন্ত্রাসী হামলা, স্বর্ণালংকার ছিনতাই

১২