কিশোরগঞ্জে দোকানির ওপর সন্ত্রাসী হামলা, স্বর্ণালংকার ছিনতাই

ছবি: সংগৃহীত।

 

কিশোরগঞ্জ জেলা শহরে দোকান থেকে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ী ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা পরিবারের নারী সদস্যদের মারধর করে দুই ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, শহরের গাইটাল এলাকায় গত ২০ জানুয়ারি রাত ১১টার দিকে ওই এলাকার বাসিন্দা মো. খোকন মিয়া (৫০) তার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এস.এ পরিবহনের সামনে পৌঁছালে একদল যুবক তার পথরোধ করে নেশার টাকার জন্য চাপ দেয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা জোরপূর্বক খোকন মিয়াকে তুলে নেওয়ার চেষ্টা করে।

খোকন মিয়ার চিৎকারে তার স্ত্রী সুমি আক্তার ও মেয়ে তানিয়া আক্তার এগিয়ে আসলে হামলাকারীরা দেশীয় অস্ত্র-রামদা ও লোহার রড-দিয়ে তাদের ওপর হামলা চালায়। রামদার আঘাতে খোকন মিয়ার স্ত্রীর হাতের আঙুল মারাত্মকভাবে জখম হয়।

মামলার এজাহার অনুযায়ী, হামলাকারীরা দুই নারী সদস্যের গলা থেকে মোট দুই ভরি (প্রায় ৪,১৬,০০০ টাকা মূল্যের) স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। আহতদের কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

মো. খোকন মিয়া ২৬ জানুয়ারি কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্তরা হলেন- মঞ্জিল মিয়া (১৯), সবুজ মিয়া (৪৫), রাফসান (২০) এবং আরও ৪–৫ অজ্ঞাতনামা ব্যক্তি।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়ার পর মামলাটি নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪, ৩০৭, ৩৫৪, ৩৭৯ ও ৫০৬ ধারায় মামলা হয়েছে। এসআই মো. সেলিম মোল্লাকে তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতায় এলে দ্রুত পদ্মা ব্যারেজের কাজে হাত দেবো: তারেক রহমান

শেরপুরে জামায়াত নেতা হত্যার ঘটনায় অন্তর্বর্তী সরকারের উদ্বেগ

জনসভার মঞ্চে তারেক রহমান

শেরপুরের সহিংসতার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি

কারাগারের আসামিকে থানা ভাঙচুরের ঘটনায় জড়ানোর আবেদন, তদন্ত প্রক্রিয়ার নিয়ে প্রশ্ন

ভোটকেন্দ্র ও বুথের সংখ্যা বাড়ালো ইসি

কিশোরগঞ্জে দোকানির ওপর সন্ত্রাসী হামলা, স্বর্ণালংকার ছিনতাই

জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আওয়ামী লীগের নিরপরাধ সমর্থকদের পাশে থাকবে বিএনপি : মির্জা ফখরুল

চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়া শিশু মেজবাহ মারা গেছে

১০

কাল থেকে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু

১১

চট্টগ্রামে গভীর গর্তে পড়ে যাওয়া শিশু উদ্ধার, নেয়া হচ্ছে হাসপাতালে

১২