দীর্ঘ ২০ বছর পর সিরাজগঞ্জে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ হিসেবে তিনি আজ সদর উপজেলার পাইকপাড়া বিসিক শিল্প পার্কে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। সকাল থেকেই সভাস্থলে নেতাকর্মীদের সমাগম শুরু হয়েছে।
ইতিমধ্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। আস্তে আস্তে সমাবেশস্থলে জাড়ো হচ্ছেন নেতাকর্মীরা। মাথায় ক্যাপ ও দলীয় পতাকা হাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতা মিছিল সহকারে জড়ো হচ্ছেন তারা।
জনসভায় সিরাজগঞ্জে সংসদীয় ছয়টি আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। একইসঙ্গে সিরাজগঞ্জের উন্নয়নের রূপরেখা তুলে ধরবেন।
বিএনপি নেতাদের আশা, এটি হবে সিরাজগঞ্জের সবচেয়ে বড় জনসভা, যেখানে দুই লাখেরও বেশি লোকের সমাগম হবে। এ সভায় পাবনার সংসদীয় প্রার্থীদের উপস্থিত থাকার কথা রয়েছে।
সভায় তিনি সিরাজগঞ্জ ও পাবনা জেলার প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন এবং ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাবেন। স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, এই সফর দলের নেতাকর্মীদের জন্য ‘টনিকের মতো’ কাজ করবে এবং গণজাগরণ সৃষ্টি করবে।
উপস্থিত নেতাকর্মীরা বলছেন, দীর্ঘ বছর পর তারেক রহমান সিরাজগঞ্জে আসছেন। আমরা তাকে কাছ থেকে দেখতে পারবো এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া। এছাড়া চেয়ারম্যানের আগমনে বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্বিপনা সৃষ্টি হয়েছে। নেতার এই জনসভা ভোটের মাঠেও বড় প্রভাব ফেলবে। এছাড়া তিনি সিরাজগঞ্জের উন্নয়নের বিষয়েও কথা বলবেন।