জাপানের প্রতিষ্ঠান সায়েন্স তৈরি করেছে এক অদ্ভুত মেশিন- মানুষ ধোয়ার মেশিন। ব্যবহারকারী একটি ক্যাপসুলের মতো পডে শুয়ে ঢাকনা বন্ধ করেন। ভেতরে গান বাজতে থাকে, আর মেশিন শরীরকে আলতোভাবে পরিষ্কার করে। কাপড়ের মতো ঘোরানো বা ঝাঁকুনি নেই।
এই মেশিন প্রথম প্রদর্শিত হয় ওসাকার ওয়ার্ল্ড এক্সপোতে, যেখানে এটি ব্যাপক জনপ্রিয়তা পায়। ১৯৭০ সালের একই ধরনের একটি ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে আধুনিক সংস্করণটি তৈরি করেছে সায়েন্স। মেশিনটি শরীর পরিষ্কার করার পাশাপাশি হৃৎস্পন্দনসহ বিভিন্ন শারীরিক উপাত্তও নজরদারি করতে পারে।
ওসাকার একটি হোটেল ইতোমধ্যে প্রথম মেশিনটি কিনেছে। আরও কয়েকটি বড় কোম্পানিও কিনতে আগ্রহী। মাত্র ৫০টি মেশিন তৈরি করা হবে বলে জানিয়েছে সায়েন্স। প্রতিটির দাম প্রায় ৬ কোটি ইয়েন যা বাংলাদেশী টাকায় প্রায় ৪ কোটি ৭১ লাখ ৪ হাজার ২ শত পঞ্চানব্বই।