বিনামূল্যে এআই ও চাকরিমুখী প্রশিক্ষণ শুরু করছে গুগল

ছবি : সংগৃহীত।

শুধু অবকাঠামোতেই নয়, মানবসম্পদ উন্নয়নেও নজর দিচ্ছে গুগল। ভার্জিনিয়ার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও চাকরিমুখী প্রশিক্ষণ চালু করছে তারা। পাশাপাশি, ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়, ব্রাইটপয়েন্ট কমিউনিটি কলেজ এবং নর্দার্ন ভার্জিনিয়া কমিউনিটি কলেজকে যুক্ত করা হয়েছে গুগলের ‘এআই ফর এডুকেশন অ্যাকসেলারেটর’ প্রকল্পে।

এই অবস্থায় আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যে আরও ৯০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে গুগল। এই বিনিয়োগ ২০২৬ সাল পর্যন্ত চলবে। এই অর্থ মূলত ক্লাউড ও এআই অবকাঠামোতে ব্যয় করা হবে। এই বিনিয়োগ শুধু ভার্জিনিয়ার অর্থনীতিকে এগিয়ে নেবে না, বরং যুক্তরাষ্ট্রকে বৈশ্বিকভাবে এআই প্রযুক্তিতে নেতৃত্ব ধরে রাখতে সহায়তা করবে।

এর অংশ হিসেবে ভার্জিনিয়ার চেস্টারফিল্ড কাউন্টিতে একটি নতুন ডেটা সেন্টার স্থাপন করা হচ্ছে। এ জন্য স্থানীয় অংশীদারদের সঙ্গে মিলে বিদ্যুৎ চাহিদা মেটানো, জ্বালানি দক্ষতা কর্মসূচি এবং নতুন প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

ভার্জিনিয়ার গভর্নর ইয়াংকিন বলেন, গুগলের ৯ বিলিয়ন ডলারের এই বিনিয়োগ আমাদের কমনওয়েলথের এআই অর্থনীতিতে নেতৃত্বের স্বীকৃতি। ভার্জিনিয়া বিশ্বের সবচেয়ে বড় ডেটা সেন্টার মার্কেট এবং এআই উদ্ভাবন ও প্রতিভার অন্যতম কেন্দ্র।

ভার্জিনিয়ার বাণিজ্য ও বাণিজ্যিক সচিব জুয়ান পাবলো সেগুরা একে ঐতিহাসিক বিনিয়োগ উল্লেখ করে বলেন, এটি শুধু চেস্টারফিল্ড নয়, পুরো কমনওয়েলথের জন্য প্রযুক্তি খাতের উন্নয়নে মাইলফলক হয়ে থাকবে।

এ ছাড়া ‘Virginia Has Jobs’ নামে একটি উদ্যোগের মাধ্যমে ভার্জিনিয়ার সাধারণ মানুষও এআই প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭-১০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাবির ক্লাস পরীক্ষা বন্ধ

মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে রৌমারীতে সংবাদ সম্মেলন

ভোলায় ১০০কোটি ডলারের চিনা বিনিয়োগে অর্থনীতিতে নতুন দিগন্ত

চুয়াডাঙ্গায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: দ্রুত বিচার সম্পন্নের আহ্বান

জরুরি বৈঠকে পুলিশের শীর্ষ কর্মকর্তারা

বিশ্বমঞ্চে স্বীকৃতি পেলেন হানিয়া আমির

রায়গঞ্জে ওয়ার্ড নির্বাচন পরিচালকদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

নুরকে প্রধান উপদেষ্টার ফোন, তদন্তের আশ্বাস

বিনামূল্যে এআই ও চাকরিমুখী প্রশিক্ষণ শুরু করছে গুগল

ভিপি নুরের সবশেষ পরিস্থিতি নিয়ে যা বললেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম

১০

টুকরো কাপড় থেকে দামি শাড়ি তৈরি করেন তিনি

১১

গা*জা হা*মলায় মুসলিম বিশ্বকে রুখে দাঁড়ানোর আহবান

১২