ময়মনসিংহে মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পথে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। এ সময় হাতকড়াসহ ওই আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে তার সহযোগীরা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সম্প্রতি রাসেল নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় দায়ের করা মামলার ৬ নম্বর আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করতে অভিযান চালায় কোতোয়ালি মডেল থানা-পুলিশ। গ্রেপ্তারের পর হাতকড়া পরানোর সঙ্গে সঙ্গে আরিফুলের বাবা সাগর আলী লোকজন জড়ো করে পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে হামলাকারীরা পুলিশকে মারধর করে আসামিকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়।
এই ঘটনায় আহত পাঁচ পুলিশ সদস্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানায়, প্রাথমিক চিকিৎসা শেষে চার পুলিশ সদস্যকে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহত একজন পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ বলেন, ‘হামলায় আমিসহ আমাদের পাঁচজন আহত হই। আমার বুকে বেশি আঘাত লাগায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব বলেন, ‘কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাটি অত্যন্ত গুরুতর। আসামির বাবাকে আটক করা হয়েছে। এ ঘটনায় নতুন করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য, আহত রাসেল বর্তমানে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন রয়েছেন।