সরিষা চাষে দেশে প্রথম অবস্থানে উল্লাপাড়া ‍উপজেলা

উল্লাপাড়ার মাঠ থেকে ঘোড়ার গাড়িতে সরিষা পরিবহণ করছেন চাষীরা।

তেল জাতীয় ফসল সরিষা চাষে সারাদেশে প্রথম অবস্থানে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা। কম খরচে অধিক লাভ ও ফলন ভালো হওয়ায় চলনবিল অধ্যূষিত এ উপজেলায় বেড়েছে সরিষা চাষ। প্রতি বছরই সরিষা চাষের জমির পরিমাণ বাড়ছে। ভালো ফলন ও সন্তোষজনক দামে কৃষক এ ফসল চাষে আগ্রহী হচ্ছে। সরকারি প্রণোদনা কৃষি কর্মকর্তাদের পরামর্শ উদ্বুদ্ধ করণ ও চাষীদের প্রচেষ্টায় সরিষা চাষ বাড়ছে। ইতিমধ্যে মাঠ থেকে সরিষা তুলতে শুরু করেছেন চাষিরা। কিছু কিছু এলাকার আগাম জাতের সরিষা বাজারে বিক্রিও শুরু হয়েছে। 

উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় সুত্রে জানা গেছে, উল্লাপাড়া উপজেলা কৃষি ভিত্তিক অঞ্চল। মাটি সরিষা চাষের উপযোগী হওয়ায় প্রতি বছর এ উপজেলায় বিপুল পরিমাণে সরিষার আবাদ হয়ে থাকে। এ বছর উল্লাপাড়া উপজেলায় ২৩ হাজার ৬১৫ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ২৪ হাজার ৫৭০ হেক্টর জমিতে। ৩৯ হাজার ৩১২ মেট্রিকটন সরিষার উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার মুল্য ২শ ৮৭ কোটি ৪৭ লাখ টাকা। 

সরেজমিনে উল্লাপাড়া উপজেলার উধুনিয়া, মোহনপুর, বড়পাঙ্গাসী রামকৃষ্ণপুর সলঙ্গা এলাকার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, হলুদ ফুল থেকে সরিষা দানা পরিপক্ক হয়েছে। কৃষকরা তাদের উৎপাদিত সরিষা জমি থেকে কেটে বাড়ির আঙ্গিনায় ফেলে মারাইয়ের কাজ করছেন। অনুকুল আবহাওয়া রোগবালাই পোঁকামাকড়ের আক্রমণ কম থাকায় সরিষার ফলন ভালো হওয়ায় কৃষকদের মুখে আনন্দের হাসি ফুটেছে। প্রতি বিঘা জমিতে ৬-৭ মণ সরিষা উৎপাদন হয়ছে বলে জানা গেছে। 

উধুনিয়া ইউনিয়নের কয়েকজন সরিষা চাষী বলেন, জমি থেকে সরিষা তুলে মারাইয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। প্রতি বছরের মতো এবারও সরিষার ভালো ফলন হয়েছে। ফলনের পাশাপাশি ভালো দামে সরিষা বিক্রি করতে পারলে অধিক লাভবান হবেন তারা। 

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, কৃষক স্বল্প সময়ে ও অল্প পরিশ্রমে সরিষা চাষ করতে পারেন। বর্তমানে সরিষা চাষ কৃষকের কাছে লাভজনক ফসলে পরিণত হয়েছে। এবার উল্লাপাড়া উপজেলায় ১৫ হাজার কৃষককে সরিষা বীজ ও সার প্রণোদনা দেওয়া হয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের সার্বক্ষনিক পরামর্শ  প্রদান করা হয়েছে। এছাড়া গত বছর সরিষার আশানুরূপ ফলন ও দাম পাওয়ায় কৃষকেরা উৎসাহী হয়েছেন। 

সরিষা উৎপাদনে দেশে প্রথম হয়েছে উল্লাপাড়া এ বিষয়টি নিশ্চিত করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ সরকার শফি উদ্দিন আহমদ। উল্লাপাড়ায় কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমির অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় এই অঞ্চলের কৃষকেরা প্রচুর পরিমাণে সরিষা আবাদ করেছেন। তাদের এই পরিশ্রমের মাধ্যমেই আমাদের এই অর্জন সম্ভব হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোক্তাদের মাঝে আমদানি নির্ভরতা কমাবে পটল চাষ

৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫০

চুয়াডাঙ্গায় ভুয়া মানবাধিকার কর্মী পরিচয়ে প্রতারণা, নারী সহযোগীসহ যুবক আটক

জবি ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

বিএনপি মহাসচিবের সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের বৈঠক

যেসব জায়গায় ফোন রাখলেই ক্যানসার ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ে

পরিণীতি-রাঘবের কোল জুড়ে এলো পুত্র সন্তান

সেন্ট্রাল হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার ৩

চট্টগ্রাম বন্দরে যানবাহন প্রবেশে বাড়তি মাশুল স্থগিত

১০

দুটি বুলেটপ্রুফ গাড়ির অনুমোদনের পর আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদন বিএনপির

১১

৪৯তম বিসিএসের ফল প্রকাশ হতে পারে আজ

১২