সরিষা চাষে দেশে প্রথম অবস্থানে উল্লাপাড়া ‍উপজেলা

উল্লাপাড়ার মাঠ থেকে ঘোড়ার গাড়িতে সরিষা পরিবহণ করছেন চাষীরা।

তেল জাতীয় ফসল সরিষা চাষে সারাদেশে প্রথম অবস্থানে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা। কম খরচে অধিক লাভ ও ফলন ভালো হওয়ায় চলনবিল অধ্যূষিত এ উপজেলায় বেড়েছে সরিষা চাষ। প্রতি বছরই সরিষা চাষের জমির পরিমাণ বাড়ছে। ভালো ফলন ও সন্তোষজনক দামে কৃষক এ ফসল চাষে আগ্রহী হচ্ছে। সরকারি প্রণোদনা কৃষি কর্মকর্তাদের পরামর্শ উদ্বুদ্ধ করণ ও চাষীদের প্রচেষ্টায় সরিষা চাষ বাড়ছে। ইতিমধ্যে মাঠ থেকে সরিষা তুলতে শুরু করেছেন চাষিরা। কিছু কিছু এলাকার আগাম জাতের সরিষা বাজারে বিক্রিও শুরু হয়েছে। 

উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় সুত্রে জানা গেছে, উল্লাপাড়া উপজেলা কৃষি ভিত্তিক অঞ্চল। মাটি সরিষা চাষের উপযোগী হওয়ায় প্রতি বছর এ উপজেলায় বিপুল পরিমাণে সরিষার আবাদ হয়ে থাকে। এ বছর উল্লাপাড়া উপজেলায় ২৩ হাজার ৬১৫ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ২৪ হাজার ৫৭০ হেক্টর জমিতে। ৩৯ হাজার ৩১২ মেট্রিকটন সরিষার উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার মুল্য ২শ ৮৭ কোটি ৪৭ লাখ টাকা। 

সরেজমিনে উল্লাপাড়া উপজেলার উধুনিয়া, মোহনপুর, বড়পাঙ্গাসী রামকৃষ্ণপুর সলঙ্গা এলাকার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, হলুদ ফুল থেকে সরিষা দানা পরিপক্ক হয়েছে। কৃষকরা তাদের উৎপাদিত সরিষা জমি থেকে কেটে বাড়ির আঙ্গিনায় ফেলে মারাইয়ের কাজ করছেন। অনুকুল আবহাওয়া রোগবালাই পোঁকামাকড়ের আক্রমণ কম থাকায় সরিষার ফলন ভালো হওয়ায় কৃষকদের মুখে আনন্দের হাসি ফুটেছে। প্রতি বিঘা জমিতে ৬-৭ মণ সরিষা উৎপাদন হয়ছে বলে জানা গেছে। 

উধুনিয়া ইউনিয়নের কয়েকজন সরিষা চাষী বলেন, জমি থেকে সরিষা তুলে মারাইয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। প্রতি বছরের মতো এবারও সরিষার ভালো ফলন হয়েছে। ফলনের পাশাপাশি ভালো দামে সরিষা বিক্রি করতে পারলে অধিক লাভবান হবেন তারা। 

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, কৃষক স্বল্প সময়ে ও অল্প পরিশ্রমে সরিষা চাষ করতে পারেন। বর্তমানে সরিষা চাষ কৃষকের কাছে লাভজনক ফসলে পরিণত হয়েছে। এবার উল্লাপাড়া উপজেলায় ১৫ হাজার কৃষককে সরিষা বীজ ও সার প্রণোদনা দেওয়া হয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের সার্বক্ষনিক পরামর্শ  প্রদান করা হয়েছে। এছাড়া গত বছর সরিষার আশানুরূপ ফলন ও দাম পাওয়ায় কৃষকেরা উৎসাহী হয়েছেন। 

সরিষা উৎপাদনে দেশে প্রথম হয়েছে উল্লাপাড়া এ বিষয়টি নিশ্চিত করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ সরকার শফি উদ্দিন আহমদ। উল্লাপাড়ায় কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমির অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় এই অঞ্চলের কৃষকেরা প্রচুর পরিমাণে সরিষা আবাদ করেছেন। তাদের এই পরিশ্রমের মাধ্যমেই আমাদের এই অর্জন সম্ভব হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র আজিজ

উইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপের জন্য অপেক্ষা বাড়ল বাংলাদেশের

‘চাঁদাবাজির অর্থে অস্ত্র কিনছে পাহাড়ি সংগঠনগুলো’

ঢাকায় এসে আমি খুশি: পাকিস্তানের পররাষ্ট্র সচিব

‘স্প্রেডশিট’ এর পদ্ধতি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে: সালাহউদ্দিন

দাম না পেয়ে আলু এখন গরুর খাবার

‘তৌহিদী জনতার’ চিঠিতে বাতিল হলো শেষের কবিতা নাটকের প্রদর্শনী

পহেলা মে থেকে সারা দেশে ডিম-মুরগির খামার বন্ধ ঘোষণা

ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে এলো নতুন দল

দেশের সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের আহ্বান

১০

আইফোনের যে সুবিধা ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে

১১

বিএসএমএমইউর নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি

১২