ফের টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু

ছবি সংগৃহিত।

রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের বাজারে ক্রেতাদের স্বস্তি দিতে এক মাস বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল কার্যক্রম। টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারীর বাইরে যে কেউ এখান থেকে পণ্য কিনতে পারবেন। 

জানা গেছে, রোজা ঘিরে তিনটি পণ্য যুক্ত করা হয়েছে। সেগুলো হলো ছোলা চিনি ও খেজুর।

রাজধানীর ৫০ ও চট্টগ্রামের ২০টি স্থানে সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিনই চলবে এ কার্যক্রম। তবে আগে প্রতি ট্রাকে ৩৫০ জনের প্যাকেজ থাকলেও এবার থাকছে ২৫০ জনের। টিসিবির ট্রাকে প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, প্রতি কেজি ছোলা ৬০ টাকা, মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ ও প্রতি কেজি খেজুর ১৫৫ টাকায় বিক্রি করা হচ্ছে।

উচ্চমূল্যের বাজারে ক্রেতাকে স্বস্তি দিতে গত ২৪ অক্টোবর ট্রাকসেল কার্যক্রম হাতে নেয় টিসিবি। ২ মাস পর গত ৩১ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে তা বন্ধ করে দেয়া হয়। তবে আসছে রমজানে বাজার স্থিতিশীল রাখতে দ্বিতীয় দফায় নেয়া হলো এ উদ্যোগ।

ডিলাররা বলছেন, আড়াইশো পণ্য বিতরণ করার জন্য দেওয়া হয়েছে। চাহিদা অনুযায়ী বাড়িয়ে দিলে মোটামুটি কাভার করা যাবে। একজন যাতে একাধিকবার নিতে না পারেন, সেই ব্যাপারে খেয়াল রাখা হচ্ছে। 

 এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টিসিবি জানিয়েছে, নিম্ন আয়ের উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (ভোজ্য তেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। এই কার্যক্রমের পাশাপাশি সাধারণ ভোক্তাদের কাছে ঢাকা মহানগরী ও চট্টগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভতুর্কি মূল্যে টিসিবির পণ্য ভোজ্য তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি করা হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭-১০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাবির ক্লাস পরীক্ষা বন্ধ

মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে রৌমারীতে সংবাদ সম্মেলন

ভোলায় ১০০কোটি ডলারের চিনা বিনিয়োগে অর্থনীতিতে নতুন দিগন্ত

চুয়াডাঙ্গায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: দ্রুত বিচার সম্পন্নের আহ্বান

জরুরি বৈঠকে পুলিশের শীর্ষ কর্মকর্তারা

বিশ্বমঞ্চে স্বীকৃতি পেলেন হানিয়া আমির

রায়গঞ্জে ওয়ার্ড নির্বাচন পরিচালকদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

নুরকে প্রধান উপদেষ্টার ফোন, তদন্তের আশ্বাস

বিনামূল্যে এআই ও চাকরিমুখী প্রশিক্ষণ শুরু করছে গুগল

ভিপি নুরের সবশেষ পরিস্থিতি নিয়ে যা বললেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম

১০

টুকরো কাপড় থেকে দামি শাড়ি তৈরি করেন তিনি

১১

গা*জা হা*মলায় মুসলিম বিশ্বকে রুখে দাঁড়ানোর আহবান

১২