হিথ্রোতে স্বল্প পরিসরে ফ্লাইট চালু

ছবি সংগৃহিত।

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ বিভ্রাটের কারণে এক দিনের অচলাবস্থার পর ফের ফ্লাইট চালু হয়েছে। তবে ইউরোপের ব্যস্ততম এই বিমানবন্দর শুক্রবার দিনভর বন্ধ থাকায় লক্ষাধিক যাত্রীর যাত্রা পরিকল্পনায় ব্যাঘাত ঘটেছে, এবং এখনও ভোগান্তি পোহাতে হচ্ছে অনেককে ।

এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে একটি বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ফলে হিথ্রোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হয় এবং শুক্রবার রাতে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হয়।

শিডিউল অনুসারে, শুক্রবার হিথ্রোতে উড্ডয়ন-অবতরণের কথা ছিল ১ হাজার ৩৫১টি ফ্লাইটের। এসব ফ্লাইটের মোট যাত্রীর সংখ্যা ছিল প্রায় ২ লাখ ৯১ হাজার। কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের কারণে হিথ্রোর পরিবর্তে ব্রিটেন এবং ইউরোপের অন্যান্য বিমানবন্দরে ফ্লাইটগুলো ডাইভার্ট করা হয়েছিল।

হিথ্রো বিমানবন্দরের শীর্ষ নির্বাহী থমাস রয়টার্সকে বলেন, শুক্রবার থেকে একেবারেই সীমিত সংখ্যক ফ্লাইট ওঠা-নামা করেছে। আশা করছি শনিবার থেকে বিমানবন্দর পরিষেবা আবার স্বাভাবিক হবে। বিমানবন্দর অচল হয়ে যাওয়ায় অনেক যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি তাদের কাছে ক্ষমা চাই….যে অসুবিধা ও বিড়ম্বনার মধ্যে তারা পড়েছেন, সেজন্য আমরা দুঃখিত।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিমানবন্দরের সংলগ্ন একটি বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন ধরে যাওয়ায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে বিশ্বের অন্যতম বৃহৎ ও ব্যস্ত বিমানবন্দর হিথ্রো। ফলে ফ্লাইট পরিচালনা কার্যত অসম্ভব হয়ে পড়ে এবং নজিরবিহীন ভোগান্তিতে পড়েন যাত্রীরা ও বিভিন্ন বিমান পরিষেবা সংস্থা।

ঘটনার প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, এতে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে সাবস্টেশনে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন তারা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারো স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪৪ ধারা জারি

বিক্ষোভের মুখে চীন সফর বাতিল করলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

ডাকসু নির্বাচন: জিএস প্রার্থী ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি মঙ্গলবার

নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া

চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ, আহত অর্ধশত

নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ২

নুরের খোঁজ নিলেন রাষ্ট্রপতি, দিলেন যে আশ্বাস

৭-১০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাবির ক্লাস পরীক্ষা বন্ধ

১০

মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে রৌমারীতে সংবাদ সম্মেলন

১১

ভোলায় ১০০কোটি ডলারের চিনা বিনিয়োগে অর্থনীতিতে নতুন দিগন্ত

১২