হিথ্রোতে স্বল্প পরিসরে ফ্লাইট চালু

ছবি সংগৃহিত।

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ বিভ্রাটের কারণে এক দিনের অচলাবস্থার পর ফের ফ্লাইট চালু হয়েছে। তবে ইউরোপের ব্যস্ততম এই বিমানবন্দর শুক্রবার দিনভর বন্ধ থাকায় লক্ষাধিক যাত্রীর যাত্রা পরিকল্পনায় ব্যাঘাত ঘটেছে, এবং এখনও ভোগান্তি পোহাতে হচ্ছে অনেককে ।

এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে একটি বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ফলে হিথ্রোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হয় এবং শুক্রবার রাতে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হয়।

শিডিউল অনুসারে, শুক্রবার হিথ্রোতে উড্ডয়ন-অবতরণের কথা ছিল ১ হাজার ৩৫১টি ফ্লাইটের। এসব ফ্লাইটের মোট যাত্রীর সংখ্যা ছিল প্রায় ২ লাখ ৯১ হাজার। কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের কারণে হিথ্রোর পরিবর্তে ব্রিটেন এবং ইউরোপের অন্যান্য বিমানবন্দরে ফ্লাইটগুলো ডাইভার্ট করা হয়েছিল।

হিথ্রো বিমানবন্দরের শীর্ষ নির্বাহী থমাস রয়টার্সকে বলেন, শুক্রবার থেকে একেবারেই সীমিত সংখ্যক ফ্লাইট ওঠা-নামা করেছে। আশা করছি শনিবার থেকে বিমানবন্দর পরিষেবা আবার স্বাভাবিক হবে। বিমানবন্দর অচল হয়ে যাওয়ায় অনেক যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি তাদের কাছে ক্ষমা চাই….যে অসুবিধা ও বিড়ম্বনার মধ্যে তারা পড়েছেন, সেজন্য আমরা দুঃখিত।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিমানবন্দরের সংলগ্ন একটি বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন ধরে যাওয়ায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে বিশ্বের অন্যতম বৃহৎ ও ব্যস্ত বিমানবন্দর হিথ্রো। ফলে ফ্লাইট পরিচালনা কার্যত অসম্ভব হয়ে পড়ে এবং নজিরবিহীন ভোগান্তিতে পড়েন যাত্রীরা ও বিভিন্ন বিমান পরিষেবা সংস্থা।

ঘটনার প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, এতে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে সাবস্টেশনে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন তারা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৫ সালের উচ্চমাধ্যমিক এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৫৮.৮৩ শতাংশ

এইচএসসি ও সমমান পরীক্ষায় কোন বোর্ডে পাশের হার কত?

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

রাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

৪ জেলায় নতুন ডিসি

উৎসবমুখর পরিবেশে শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর হবে: প্রধান উপদেষ্টা

চাকসু নির্বাচনের ফলাফল রাতেই জানা যাবে

কথার কথা নয়, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

তিন গোয়েন্দা’র কারিগর রকিব হাসানের চিরবিদায়

জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন পাবিপ্রবি’র প্রতিনিধি দল

১০

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের জরুরি বৈঠক, উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা

১১

দাবি মানা না হলে বৃহস্পতিবার ‘মার্চ টু যমুনার’ ঘোষণা শিক্ষকদের

১২