আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ: হামলায় রক্তাক্ত নুরুল হক

নুরুল হক নূর, ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টন মোড়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে করা বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে মারাত্মক আহত হয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আইনশৃঙ্খলা বাহিনীর লাঠি চার্জে সে মারাত্মক যখম হয়। পরে তাকে উদ্ধার করে কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়েছে।

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পল্টান মোড়ে বিক্ষোভ মিছিল করে গণঅধিকার পরিষদ। এরপরই হামলার ঘটনা ঘটে। 

 

 

 

 



গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের ওপর ব্যাপক লাঠিচার্জ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাত সাড়ে ৯টার পর পরিস্থিতি আরও উত্তেজনাকর হলে আইনশৃঙ্খলা বাহিনী এ পদক্ষেপ নেয়। বিজয়নগর পানি ট্যাংকি এলাকা থেকে ধাওয়া করে পুলিশ।

 

নেতাকর্মীরা তাদের দলীয় অফিস আল রাজী কমপ্লেক্সের দিকে চলে যায়। এ সময় ব্যাপক লাঠিচার্জ করা হয়। এতে নুরুল হক নুরস আহত হন অনেকেই। তাদের মধ্যে রক্তাক্ত নূরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যেতে দেখা গেছে। এরপর থেকে থেমে থেমে স্লোগান দিচ্ছে দলটির নেতাকর্মীরা। অন্যদিকে জাতীয় পার্টি অফিসেই আছেন তাদের দলীয় নেতাকর্মীরা।

 

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ। তিনি বলেন এই ঘটনায় ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।

আবু হানিফ বলেন, জাতীয় পার্টির অফিসের সামনে থেকে দুই থেকে তিনশত লোক হামলায় অংশ নেন। হামলায় আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীরা জড়িত ছিলেন। এক পর্যায়ে গণ অধিকার পরিষদের নেতা-কর্মী ও সমর্থকরা প্রতিরোধ করে হামলাকারীদের দমন করেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি আজ

‘আমরা কারাগারে নয়, ছিলাম কসাইখানায়’

জামিনের পর এক ক্লিকেই আদেশ চলে যাবে কারাগারে: আইন উপদেষ্টা

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন

জীবননগরে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষাঙ্গনে মোবাইল ফোন ও মোটরসাইকেল বন্ধে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময়

ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা

বাপ্পারাজের রহস্যময় পোস্ট !

ফিক্সিংয়ে জড়িতরাও কী বিপিএলে অংশগ্রহণ করতে পারবেন :যা জানা গেল

টাঙ্গাইলে যমুনা সেতু মহাসড়ক অবরোধ

শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

১০

ভারতের রান পাহাড় টপকে অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড

১১

উল্লাপাড়ায় মিম খাতুন হত্যার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের ফাঁসির দাবি

১২