আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ: হামলায় রক্তাক্ত নুরুল হক

নুরুল হক নূর, ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টন মোড়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে করা বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে মারাত্মক আহত হয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আইনশৃঙ্খলা বাহিনীর লাঠি চার্জে সে মারাত্মক যখম হয়। পরে তাকে উদ্ধার করে কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়েছে।

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পল্টান মোড়ে বিক্ষোভ মিছিল করে গণঅধিকার পরিষদ। এরপরই হামলার ঘটনা ঘটে। 

 

 

 

 



গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের ওপর ব্যাপক লাঠিচার্জ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাত সাড়ে ৯টার পর পরিস্থিতি আরও উত্তেজনাকর হলে আইনশৃঙ্খলা বাহিনী এ পদক্ষেপ নেয়। বিজয়নগর পানি ট্যাংকি এলাকা থেকে ধাওয়া করে পুলিশ।

 

নেতাকর্মীরা তাদের দলীয় অফিস আল রাজী কমপ্লেক্সের দিকে চলে যায়। এ সময় ব্যাপক লাঠিচার্জ করা হয়। এতে নুরুল হক নুরস আহত হন অনেকেই। তাদের মধ্যে রক্তাক্ত নূরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যেতে দেখা গেছে। এরপর থেকে থেমে থেমে স্লোগান দিচ্ছে দলটির নেতাকর্মীরা। অন্যদিকে জাতীয় পার্টি অফিসেই আছেন তাদের দলীয় নেতাকর্মীরা।

 

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ। তিনি বলেন এই ঘটনায় ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।

আবু হানিফ বলেন, জাতীয় পার্টির অফিসের সামনে থেকে দুই থেকে তিনশত লোক হামলায় অংশ নেন। হামলায় আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীরা জড়িত ছিলেন। এক পর্যায়ে গণ অধিকার পরিষদের নেতা-কর্মী ও সমর্থকরা প্রতিরোধ করে হামলাকারীদের দমন করেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএল স্থগিত করল বিসিবি

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও সুরক্ষা আইনের অধ্যাদেশ অনুমোদন

বিসিবি পরিচালক নাজমুলকে দায়িত্ব থেকে অব্যাহতি

জুলাই আন্দোলনকারীদের দায়মুক্তি অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন, আন্দোলনের জন্য তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না : আসিফ

ভোলায় পর্যটন সুবিধা পেলে বদলে যেতে পারে দক্ষিণের অর্থনৈতিক চিত্র

সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ক্রিকেটারদের

ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনার দুই আসনে নির্বাচন

আজও ঢাকার তিন মোড়ে সাত কলেজ শিক্ষার্থীদের ‘ব্লকেড’

আজকের মুদ্রার রেট: ১৫ জানুয়ারি ২০২৬

ইসলামী আন্দোলন নিয়ে জামায়াত আমিরের বার্তা

১০

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক

১১

অব্যাহতি চেয়ে জয়-পলকের আইনজীবীর শুনানি আজ

১২