ফেব্রুয়ারিতেই ছাত্রদের নতুন দল ঘোষণা: আল আমিন

ছবি সংগৃহিত।

ফেব্রুয়ারিতে ছাত্রদের নতুন দল ঘোষণা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। তিনি বলেন, আমরা ফেব্রুয়ারি মাঝামাঝি নাগাদ দল গঠন করবো, সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে। 

রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রধান শেষে সাংবাদিকদের বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

জাতীয় নাগরিক কমিটির এই নেতা বলেন, দল গঠনের লক্ষ্য বাস্তবায়নের কাজ বেশ ভালোভাবেই এগোচ্ছে। ইতিমধ্যে আন্দোলনে অংশ নেয়া ছাত্র-জনতা ও বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে সংলাপ চলছে। আমরা ফেব্রুয়ারির মধ্যেই নতুন দল ঘোষণা করব।

আব্দুল্লাহ আল আমিন বলেন, আমরা ৮টা টপিকে স্মারকলিপি প্রদান করেছি জেলা প্রশাসক বরাবর। নারায়ণগঞ্জ শহরে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। চাঁদাবাজি, ছিনতাই, যানজট বাড়ছে। এই টপিকে আলোচনা করেছি। এ ছাড়া শহিদ পরিবারগুলো মামলাজনিত হয়রানির শিকার হচ্ছে, এই বিষয়ে জেলা প্রশাসক যেন ব্যবস্থা নেয়। 

তিনি বলেন, নারায়ণগঞ্জ আন্দোলনের অন্যতম কেন্দ্র ছিল। তাই শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানিয়েছি। একই সঙ্গে গণঅভ্যুত্থানে গুলি চালানো খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছি।

ছাত্র জনতার ওপর গুলি চালানো সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী জানানো হয়েছে জেলা প্রশাসককে। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের আত্মা শান্তি পাবে না যদি ফ্যাসিবাদী শক্তি ও দোসরদের শাস্তি না হয়।

এর আগে, সকালে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শওকত আলী, তুহিন মাহমুদ, তামিম আহমেদ, নারায়ণগঞ্জের প্রতিনিধি আহমেদুর রহমান তনু, সোহেল খান সিদ্দিক, জুবায়ের হোসেন, ফজলে রাব্বি, রনি খন্দকার, রাকিব প্রমুখ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭-১০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাবির ক্লাস পরীক্ষা বন্ধ

মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে রৌমারীতে সংবাদ সম্মেলন

ভোলায় ১০০কোটি ডলারের চিনা বিনিয়োগে অর্থনীতিতে নতুন দিগন্ত

চুয়াডাঙ্গায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: দ্রুত বিচার সম্পন্নের আহ্বান

জরুরি বৈঠকে পুলিশের শীর্ষ কর্মকর্তারা

বিশ্বমঞ্চে স্বীকৃতি পেলেন হানিয়া আমির

রায়গঞ্জে ওয়ার্ড নির্বাচন পরিচালকদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

নুরকে প্রধান উপদেষ্টার ফোন, তদন্তের আশ্বাস

বিনামূল্যে এআই ও চাকরিমুখী প্রশিক্ষণ শুরু করছে গুগল

ভিপি নুরের সবশেষ পরিস্থিতি নিয়ে যা বললেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম

১০

টুকরো কাপড় থেকে দামি শাড়ি তৈরি করেন তিনি

১১

গা*জা হা*মলায় মুসলিম বিশ্বকে রুখে দাঁড়ানোর আহবান

১২