প্রতিবছর তামাক সেবনের কারণে দেশে দেড় লক্ষাধিক মানুষ প্রাণ হারায়

ছবি সংগৃহিত।

প্রতিবছর তামাক সেবনের কারণে বাংলাদেশে ১ লাখ ৬১ হাজার মানুষ প্রাণ হারান। এছাড়া ‘গ্লোবাল ইয়ুথ টোব্যাকো জরিপ’ অনুযায়ী বাংলাদেশে প্রায় ১২ শতাংশ কিশোর-কিশোরী নিয়মিত ধূমপানে আসক্ত, যা দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য গভীর অশনি সংকেত। তাই তরুণ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় দ্রুততম সময়ে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী পাসের দাবি জানিয়েছে তামাক বিরোধী তরুন ফোরাম।

মঙ্গলবার তরুণদের স্বাস্থ্য সুরক্ষায় “তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে তরুণদের করনীয়” শীর্ষক এক মতবিনিময় সভায় এ দাবি জানান তারা। এই মতবিনিময় সভার আয়োজন করেন ‘নারী মৈত্রী’। 

সভায় আলোচনার বিষয়বস্তু উপস্থাপন করেন নারী মৈত্রীর প্রজেক্ট কো–অর্ডিনেটর নাসরিন আক্তার। তিনি জানান, প্রতিবছর তামাক সেবনের কারণে বাংলাদেশে ১ লাখ ৬১ হাজার মানুষ প্রাণ হারান। এছাড়া ‘গ্লোবাল ইয়ুথ টোব্যাকো জরিপ’ অনুযায়ী বাংলাদেশে প্রায় ১২ শতাংশ কিশোর-কিশোরী নিয়মিত ধূমপানে আসক্ত, যা দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য গভীর অশনি সংকেত। 

নাসরিন আক্তার বলেন, এফসিটিসির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তামাক নিয়ন্ত্রণ আইনের যে সংশোধনীগুলো প্রস্তাব করা হয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ সংশোধনী গুলো হচ্ছে পাবলিক প্লেসে ধূমপানের জন্য নির্ধারিত স্থান বিলুপ্ত করা, তামাক পণ্যের প্রদর্শন নিষিদ্ধ করা, ই-সিগারেটেনিষিদ্ধ করা, তামাক কোম্পানির যেকোনো ধরনের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচি পুরোপুরি নিষিদ্ধ করা, বিড়ি-সিগারেটের খুচরা শলাকা, মোড়কহীন ও খোলা ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করা। 

তামাক বিরোধী তরুন ফোরামের আহবায়ক আশরাফিয়া বলেন, "আমাদের নিজেদের কণ্ঠস্বর বলিষ্ঠ করতে হবে। উপদেষ্টা পরিষদের সামনে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনীগুলো পাসের দাবি জোরালোভাবে উপস্থাপন করতে আমরা এগিয়ে আসবো, আমরা চাই আমাদের সুস্থ ভবিষ্যৎ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত বলেন, "তরুণ প্রজন্মকে তামাকের প্রভাব থেকে দূরে রাখতে আমাদেরকে তামাকের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। আমাদের মতো তরুণদের লক্ষ্য করে তামাক কোম্পানিগুলো আগ্রাসনী প্রচারণা চালাছে। তামাক কোম্পানিগুলোকে রুখতে না পারলে, তরুণরা দেশের সম্পদ না হয়ে বোঝা হয়ে দাঁড়াতে পারে। তাই তরুণদের রক্ষায় তামাক কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করতে আইনের সংশোধন এখন সময়ের দাবি।"


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি বাংলাদেশ

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

দাঁড়িপাল্লা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের মার্কা: জামায়াত আমির

ফেনীতে জামায়াত আমিরের জনসভায় জনতার ঢল

নির্বাচনি প্রচারণায় আজ রংপুর যাচ্ছেন তারেক রহমান

গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে—এমন দাবি ভিত্তিহীন: সরকার

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাস্তবায়নে চিঠি

টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণ: আন্তর্জাতিক আদালতের রায় বাংলাদেশের পক্ষে

সরকারি কর্মচারীরা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’-এর প্রচার চালাতে পারবেন না

কোন রাজনৈতিক দলের প্রতি ন্যূনতম পক্ষপাতিত্ব সহ্য করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

১০

জেলারের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ বাগেরহাটের ছাত্রলীগ নেতার

১১

রাজনীতিতে ডিম ছোড়া প্রতিবাদ নাকি অপরাধ

১২