অবৈধ মোবাইল ফোন রোধ, চুরি হওয়া ফোন বন্ধ এবং মোবাইল ফোন বাজারের বিশৃঙ্খলা দূর করার জন্য ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)
কার্যক্রম চালু হয়েছে বৃহস্পতিবার (১ জানুয়ারি)। এর মাধ্যমে নেটওয়ার্কে নতুন যুক্ত হওয়া অবৈধ ফোনগুলো বন্ধের প্রক্রিয়ার আওতায় চলে আসবে।
এদিকে এনইআইআর চালু হওয়ার পর অনেকেরই প্রশ্ন―তাদের জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি মোবাইল ফোন রেজিস্ট্রেশন (How to check mobile count) করা আছে এবং তাদের ব্যবহৃত ফোন বৈধ কিনা, সেটি কীভাবে জানবেন। সুখবর হচ্ছে, এখন এটি ঘরে বসেই জানা সম্ভব।
এ ক্ষেত্রে ব্যবহারকারী মাত্র কয়েকটি সহজ ধাপে জেনে নিতে পারেন তাদের ফোনের নিবন্ধন অবস্থা।
আপনার জাতীয় পরিচয়পত্র (NID) দিয়ে কতগুলো মোবাইল ফোন রেজিস্ট্রেশন করা হয়েছে, তা জানতে নিম্নের পদ্ধতিগুলো অনুসরণ করুন।
১. প্রথমে এই https://neir.btrc.gov.bd/ ওয়েবসাইটে ক্লিক করুন।
২. এখন হোম পেজের উপরে ডান পাশে রেজিস্ট্রেশন মেন্যু আছে। সেখানে ক্লিক করলে রেজিস্ট্রেশন ফর্ম আসবে।
৩. এবার তাতে বিস্তারিত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন। এক্ষেত্রে প্রথমে আপনার নাম দেয়ার সময় কোনো স্পেস ব্যবহার করা যাবে না। আবার ইউজার আইডি দেয়ার সময় সবগুলো ছোট হাতের অক্ষর এবং সংখ্যা ব্যবহার করবেন। যদি দশ সংখ্যার এনআইডি নম্বর হয়, তাহলে স্মার্ট আইডি অপশন দেবেন। আর যদি ১৩ অথবা ১৭ ডিজিটের সংখ্যা হয়, তাহলে এনআইডি অপশনে ক্লিক করবেন।
৪. রেজিস্ট্রেশন শেষ হওয়ার পর লগইন করলে সেখানে বিস্তারিত তথ্য দেখা যাবে।
এছাড়া, আপনার মোবাইল ফোন রেজিস্ট্রেশন করা আছে কিনা, সেটি যদি চেক করতে চান তাহলে এই লিঙ্কে ক্লিক করার পর বাম পাশে দেখা যাবে লেখা- Check Your phone's Verification Status instantly অপশন, সেখানে আপনার ব্যবহৃত মোবাইল ফোনের IMEI নম্বর দিয়ে Check phone's Verification Status now-তে ক্লিক করুন। তাহলে দেখা যাবে আপনার ব্যবহৃত মোবাইল ফোনটি বৈধ কিনা। ফোনের IMEI নম্বর জানতে Dial: *#06#।