চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটের ফলাফল গণনা চলছে।
ভোট গণনা করা হচ্ছে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে।এতে দ্রুতই জানা যাবে ভোটের ফলাফল।
নির্বাচন কমিশনের সদস্য ও আইটি সেলের প্রধান অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী জানান, সম্পূর্ণ ফলাফল গণনায় ৭ থেকে ৮ ঘণ্টা সময় লাগতে পারে । আশা করছি রাতেই ফলাফল ঘোষণা করা হবে।
চাকসু নির্বাচনে মোট ভোটার ছিল ২৭ হাজার ৫১৭ জন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় পাঁচটি অনুষদের ১৫টি কেন্দ্রে, যেখানে ৬০টি কক্ষে ৬৮৯টি বুথে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে নির্বাচনে মোট ভোট পড়েছে প্রায় ৬০ শতাংশ বলে জানান নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ.কে.এম আরিফুল হক সিদ্দিকী।
ভোট গণনার পুরো প্রক্রিয়া সরাসরি দেখানো হচ্ছে ১৪টি এলইডি স্ক্রিনের মাধ্যমে।