৯১ রানে অস্ট্রেলিয়াকে রীতিমতো কাঁপিয়ে দিল বাংলাদেশের মেয়েরা

মাত্র ৯১ রানের পুঁজি নিয়েও অস্ট্রেলিয়াকে রীতিমতো কাঁপিয়ে দিল বাংলাদেশের মেয়েরা। তবে শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছেড়েছে তারা।

নেপালের বিপক্ষে জয় দিয়েই অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। সে ধারাবাহিকতায় নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের খুব কাছে যায় টাইগ্রেসরা। তবে অল্পের জন্য পারজয় বরণ করতে হয় সুমাইয়া আক্তারদের। কিন্তু মাত্র ৯১ রানের সংগ্রহ নিয়েও অস্ট্রেলিয়াকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। যদিও শেষ পর্যন্ত ২ উইকেটে হারে তারা। 

সোমবার (২০ জানুয়ারি) মালয়েশিয়ার কুয়ালালামপুরে চলমান বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে তুলেছিল ৯ উইকেটে ৯১। তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া জয়ে পৌঁছায় ৮ উইকেট হারিয়ে ও মাত্র ৪ বল বাকি থাকতে।

টস হেরে ব্যাট করতে নেমে ব্যটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দুজন ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। সাতে নামা আফিয়া আসিমার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৯ রান। ৩৪ বলে ২ চার ও ১ ছক্কায় এই রান করেন তিনি। আর ওপেনার সুমাইয়া আক্তার ১৩ বলে করেন ১৩ রান।  

রান তাড়ায় নেমে প্রথম ৩ ওভারেই ২৬ রান তুলে ফেলেন দুই অজি ওপেনার ক্যাট পেল ও ইনেস ম্যাকিওন। ১৪ রান করে ম্যাকিওন আউট হলে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। তবে ওই ১ উইকেটেই ৫০ পেরিয়ে যায় তারা। এরপর আঘাত হানেন জান্নাতুল মাওয়া। তিনি বিদায় করেন পেলকে (১৮ বলে ১৬ রান)।  

৫০ থেকে ৬৭- এই ১৭ রানের মধ্যে ৫ উইকেট উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে পথে রাখেন এলা ব্রিসকো। সাতে নামা এই ব্যাটার বিদায় নিলে ৮৬ রানে অষ্টম উইকেট হারায় অস্ট্রেলিয়া। শেষ দুই ওভারে ৪ রান ছিল বাংলাদেশের ঝুলিতে। যা শেষ পর্যন্ত যথেষ্ট প্রমাণিত হয়নি। বল হাতে মাওয়া ৪ ওভারে ১৫ রান দিয়ে নেন ৩ উইকেট।

ডি’ গ্রুপে বাংলাদেশের তৃতীয় ও শেষ ম্যাচ বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে। প্রথম ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়েছিল সুমাইয়া আক্তারের দল।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইজেরিয়ায় নৌকা ডুবি নিহত অন্তত ৬০

তারেক-বাবর সহ সব আসামির খালাসের রায় বহাল

গুপ্তরাজনীতি’র অবসান চায় ছাত্রদল

ক্রিকেটে ইতালির উত্থান

জোটবদ্ধ নির্বাচন করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে: ইসি সানাউল্লাহ

নির্বাচনের আগে ২ হাজার এএসআই নিয়োগ : আইজিপি

জিমেইল ব্যবহারকারীদের সতর্কবার্তা দিলো গুগল

চুয়াডাঙ্গায় ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ: ডাকসু নির্বাচনে বাধা নেই

ইংল্যান্ডকে হেঁসে খেলে হারালো দক্ষিণ আফ্রিকা

১০

ওপারের ‘মহানায়ক’ উত্তম কুমারের জন্মদিন আজ

১১

ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশে রাষ্ট্রদূত মনোনয়ন দিলেন ট্রাম্প

১২