একই ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ

ছবি : সংগৃহীত।

একই স্মার্টফোনে একসঙ্গে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা চালু করছে বিশ্বজুড়ে বার্তা আদান-প্রদানের জন্য বহুল পরিচিত প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ‘ডুয়েল অ্যাকাউন্ট’ নামের এই ফিচারের অধীনে ব্যবহারকারী এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে সহজেই প্রবেশ করতে পারবেন। 

এতে ব্যক্তিগত ও পেশাগত কাজে আলাদাভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারকারীরা সুবিধাভোগী হবেন।

হোয়াটসঅ্যাপ বহুল পরিচিত প্ল্যাটফর্ম হলেও একইফোনে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ না থাকায় ব্যবহারকারীকে আলাদা ফোন, ট্যাবলয়েড কম্পিউটার বা ডিভাইস ব্যবহার করতে হয়।  

ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক কাজে ব্যস্ততার জন্য অনেক সময় গুরুত্বপূর্ণ কোনো তথ্য থেকে বঞ্চিত হতে হয় বা কোনো বার্তা এলে তাতে তাৎক্ষণিক সাড়া দেয়া সম্ভব হয় না। তবে ডুয়েল অ্যাকাউন্ট ফিচার চালু হলে এসব সমস্যা থাকবে না।

তথ্য-প্রযুক্তিবিষয়ক পরামর্শ প্রদানকারী প্ল্যাটফর্ম গেজেটসনাউ’র প্রতিবেদন অনুযায়ী হোয়াটসঅ্যাপ জানিয়েছে, একইফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য আলাদা দুটি ফোন নম্বরের প্রয়োজন হবে। এ জন্য ফোনে মাল্টি সিম বা ই-সিম ব্যবহারের সুবিধাও থাকা দরকার।

এদিকে নতুন অ্যাকাউন্ট সেটআপ করার জন্য হোয়াটসঅ্যাপের সেটিংস মেন্যু থেকে ‘অ্যাড অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করে দ্বিতীয় ফোন নম্বর যুক্ত করতে হবে। দ্বিতীয় ফোন নম্বর দেয়ার পর তাতে এসএমএস বা ফোনের মাধ্যমে যাচাইকরণ কোড পাঠানো হবে। সেই কোড সাবমিট করে দ্বিতীয় অ্যাকাউন্টটি সক্রিয় করতে হবে।

এ ব্যাপারে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, সেটআপ করা হলে অ্যাপের ভেতর নামের পাশে থাকা তির চিহ্নে ট্যাপ করে নির্দিষ্ট অ্যাকাউন্ট নির্বাচন করতে পারবেন ব্যবহারকারী। 

প্রতিটি অ্যাকাউন্টের জন্য পৃথক গোপনীয়তা ও নোটিফিকেশন সেটিংস নির্ধারণ করা যাবে। আবার প্রতিটি অ্যাকাউন্টে আলাদাভাবে আলাপচারিতা মিউট বা আর্কাইভও করা যাবে, বার্তা মুছে ফেলা বা নির্দিষ্ট ফোন নম্বর ব্লক করার সুবিধাও থাকবে।

প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের ধাপে ধাপে এই ডুয়েল অ্যাকাউন্ট ফিচার চালু করা হবে। তবে আইফোন ব্যবহারকারীদের জন্য ফিচারটি কবে নাগাদ চালু হবে, এ ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহদী হাসান গ্রেপ্তার কঠোর কর্মসূচি ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

হাদি হত্যার বিচার নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : উপদেষ্টা রিজওয়ানা

বিএনপি নেতাকে গুলি করে হত্যা

ঢাকার ১৩ আসনে ৫৪ জনের মনোনয়নপত্র বাতিল, বৈধ ১১৯

ওসিকে হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতা গ্রেপ্তার

চাইলেই রাজধানী থেকে ব্যাটারিচালিত রিকশা তুলে দেওয়া যায় না: সড়ক উপদেষ্টা

রাজধানীতে অপারেশন ডেভিল হান্টে ৯৮ জন গ্রেপ্তার

প্রধান প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সৌহার্দ্য বিনিময় সারজিসের

হাসপাতাল থেকে ফিরেই মামলা করার কথা ভাবছেন তৌসিফ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটকের দাবি ট্রাম্পের

১০

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চাচা-ভাতিজার

১১

হাইকোর্টের ৬৬ বেঞ্চ পুনর্গঠন, ৫ বিচারপতি বিচারকাজের বাইরে

১২