শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে অসহায় দুস্থ ও ছিন্নমুলদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর আয়োজনে খামারবাড়ি সংলগ্ন এলাকা, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের গরীব রোগীদের ও কলেজ গেটের আশেপাশের এলাকায় অসহায়,দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে রাতের রান্না করা খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও ধানের শীষের জন্যে দোয়া কামনা করে।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ এ্যাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা কৃষিবিদ মোঃ শফিকুর রহমান নোবেল, ঢাকা মহানগর উত্তর এ্যাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রিদুয়ান রিশাদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কৃষিবিদ তারিফুল ইসলাম, কৃষিবিদ তমাল, কৃষিবিদ তরিকুল ইসলাম অনি, কৃষিবিদ শরীফ, রাকিব, রুম্মান, সুজন,মেশকাত শরীফ, তুষার চৌধুরী সহ আরো অনেকে।