মধ্যরাত থেকে ভোর পর্যন্ত সড়কে ঝরলো ৮ প্রাণ

ছবি সং!গৃহিত।

সারাদেশে সড়ক দুর্ঘটনায় গেল সাত ঘণ্টায় ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত দুইটা থেকে আজ শুক্রবার (১৮ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত দেশের ৩ জেলায় এসব দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। শুক্রবার (১৮) ভোর ৬টার দিকে উল্লাপাড়ার নয়নগাতি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাইক্রোবাসের ড্রাইভার বাবলু ও যাত্রী মানিক। তাদের দুজনেরই বাড়ি পাবনার কাশিনাথপুরে। 

বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ। তিনি জানান, পাবনার নগরবাড়ি থেকে সিমেন্টবোঝাই একটি ট্রাক রংপুরের উদ্দেশে রওনা দেয়। ট্রাকটি নয়নগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক ও এক যাত্রী নিহত হন এবং আহত হন আরও দুজন।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ঢাকাগামী রয়েল পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেছে দুই জনের। শুক্রবার (১৮ এপ্রিল) ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নয়মাইল বাজারে এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে চুয়াডাঙ্গা শহর থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি দ্রুতগতির বাস নয়মাইল বাজারে একটি পাখিভ্যানকে চাপায় দেয়। এতে ভ্যানের যাত্রী আব্দুর রাজ্জাক (৭০) ও সরোয়ার হোসেন (৬৫) ঘটনাস্থলেই নিহত হন। আব্দুর রাজ্জাকের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুরগ্রামে এবং সরোয়ার হোসেনের বাড়ি মোহম্মাদ জুম্মা গ্রামে। 

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বাখরনখর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই নিহত হন চারজন। এর মধ্যে দু’জন নারী।

এ তথ্য নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন। তিনি বলেন, ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংখ্যালঘু নির্যাতনের কোনো প্রমাণ পাওয়া যায়নি: পুলিশ

ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

অভিনেতা বুলবুল আহমেদের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

মুক্তি পেতে যাচ্ছে প্রভাসের রোমান্টিক ভৌতিক সিনেমা ’দ্য রাজা সাব’

‘জাতীয় সংস্কারক’ উপাধি পেতে ইচ্ছুক নন ড. ইউনূস'

ফরিদা পারভীনের বর্তমান শারীরিক অবস্থা জানালেন চিকিৎসক

কাজিরহাট লঞ্চঘাটে ৪৮ ভরি স্বর্ণের আংটি সহ নারী আটক

‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’র কাজে ব্যয় হবে ১১১ কোটি টাকার বেশি

তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি ১৭ জুলাই

বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম

১০

বিরামহীন বর্ষায় শ্রমজীবি অসহায় মানুষের জন্য ইউএনও'র উদ্যোগ

১১

বেইজিংয়ে শি জিনপিং ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

১২