মহররম মাসের ফজিলতপূর্ণ ৫ ইবাদত

ছবি সংগৃহীত।

ইসলামে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময় মাস হিসেবে বিবেচিত মহররম মাস। পবিত্র কুরআনে চারটি মাসকে ফজিলতপূর্ণের মধ্যে অন্যতম বলা হয়েছে। আবার হাদিসে মহররম মাসকে মহান আল্লাহ তাআলার বলে ঘোষণা দিয়ে মর্যাদা দেয়া হয়েছে। 

এ মাসে বিশেষ কিছু ইবাদতের নির্দেশনা দেয়া হয়েছে ইসলাম। ফজিলতপূর্ণ এ মাসের বিভিন্ন নির্দেশনার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ইবাদত সম্পর্কে জেনে নেয়া যাক তাহলে।

নফল রোজা রাখা:

মহররম মাসের অন্যতম আমলগুলোর একটি নফল রোজা রাখা। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এ মাসের নফল রোজাকে সর্বোত্তম ঘোষণা করেছেন। একটি হাদিসে এসেছে, আবু হুরায়রা (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে মহান আল্লাহর মাস মহররমের রোজা। (মুসলিম, হাদিস: ২,৬৪৫)

আশুরার রোজা রাখা:

মহররম মাসের বিশেষ ফজিলতপূর্ণ দিন হচ্ছে দশম দিন, অর্থাৎ আশুরা। শরিয়তের দৃষ্টি অনুযায়ী, আশুরার রোজা রাখা মুস্তাহাব আমল। এ ব্যাপারে আবু কাতাদা (রা.) বর্ণনায় হযরত মুহাম্মদ (সা.)-এর একটি হাদিসে আছে, ‘আশুরার এক দিনের রোজার ব্যাপারে আল্লাহর কাছে আমি এ আশা করি যে, তিনি এ রোজার ওসিলায় বান্দার আগের এক বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। (মুসলিম, হাদিস: ১,১৬২)

উল্লেখ্য, আশুরার রোজা দুটি, ৯ ও ১০ তারিখ বা ১০ ও ১১ তারিখ। এ ক্ষেত্রে কোনো কোনো আলেম বর্ণিত সব হাদিসের ওপর আমলের সুবিধার্থে ৯, ১০ ও ১১-এ তিনদিন রোজা রাখার কথাও বলেন।

গুনাহ বর্জন করা:

পবিত্র মহররম মাস হচ্ছে সম্মানিত চারটি মাসের মধ্যে অন্যতম। কুরআনে এ মাসগুলোয় নিজেদের ওপর জুলুম করতে নিষেধ করা হয়েছে। মহান আল্লাহর নাফরমানি ও অবাধ্যতার থেকে বড় জুলুম আর কী হতে পারে? এ ব্যাপারে সৃষ্টিকর্তা বলেন, ‘এই চার মাসের মধ্যে তোমরা (গুনাহ করে) নিজেদের প্রতি জুলুম করো না।’ (সুরা তাওবা, আয়াত: ৩৬)

তওবা-ইস্তিগফার পাঠ করা:

মহররম মাসে নফল রোজা রাখার পাশাপাশি এ মাসের বিশেষ আমল হচ্ছে তওবা-ইস্তিগফার পাঠ করা। কারণ, বিশ্বনবী (সা.) বলেছেন, মহররম মাস আল্লাহর মাস। এ মাসে এমন একটি দিন রয়েছে, যেদিন মহান আল্লাহ তাআলা একটি সম্প্রদায়ের তওবা কবুল করেছেন। (আশা করা যায়) সেদিন অন্যান্য সম্প্রদায়ের তওবাও কবুল করা হবে। (তিরমিজি, হাদিস: ৭৪১)

এ জন্য মহান আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাওয়ার আশায় পবিত্র মহররম মাসে বেশি বেশি তওবা-ইস্তিগফার করা উচিত।

বিধর্মীদের সাদৃশ্য পরিত্যাগ করা:

ইসলামের ফজিলতপূর্ণ মহররম মাসের দশম দিবসে রোজা রাখত ইহুদিরা। আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা আশুরার দিন (মহররমের দশম দিবস) রোজা রাখো এবং তাতে ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। আশুরার আগে একদিন বা পরে একদিন রোজা রাখো।’ (মুসনাদে আহমদ, হাদিস: ২,১৫৪)।

আবার এ মাসের শুরুর দিন, অর্থাৎ প্রথম দিন ঈদের মতো উদযাপন করত ইহুদিরা। হযরত মুহাম্মদ (সা.) তাদের সঙ্গে উদযাপন করতে নিষেধ করেছেন। তিঁনি মুসলিমদের জন্য পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার ঘোষণা দিয়েছেন। এ ব্যাপারে বলেছেন, ‘যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করে, কিয়ামতের দিন ওই ব্যক্তি ওই জাতির দলভুক্ত হবে।’ (আবু দাউদ, হাদিস: ৪,০৩১)


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোস্টাল ব্যালটে ভোট দিতে সাড়ে ৩ হাজার নিবন্ধন

তিন দিনের সফরে শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক: তারেক রহমান

এনসিপির মনোনয়নপত্র নিলেন রিকশাচালক সুজন

১৯ দিনে প্রবাসী আয় ২৪ হাজার কোটি টাকা

ফের মা হচ্ছেন সোনম, অভিনেত্রীর স্বামী বললেন ‘ঝামেলা’

ডেঙ্গুতে এক দিনে ৪ জনের মৃত্যু

আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আসিফ নজরুল

সিরাজগঞ্জে ‘যমুনা’ নামে উপজেলা চায় চরঅঞ্চলের ৬ ইউনিয়নবাসী

ওসি প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ

১০

রাবি শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ

১১

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না বাংলাদেশ: উপদেষ্টা ড. খলিলুর

১২