জাতীয় ঈদগাহ কেন্দ্রিক ডিএমপির ট্রাফিক নির্দেশনা

 শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকা ঘিরে বিশেষ ট্রাফিক ব্যবস্থার ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার সকাল ৬টা থেকে ঈদের নামাজ শেষ না হওয়া পর্যন্ত বেশকিছু গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক ডাইভারশন ও রোড ব্লক কার্যকর থাকবে।

 

 

শুক্রবার (৬ জুন) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ৭ জুন সকাল ৬টা থেকে ঈদের নামাজ শেষ না হওয়া পর্যন্ত জাতীয় ঈদগাহ ময়দান ও আশেপাশের বেশ কিছু স্থানে ট্রাফিক ডাইভারশন/রোড ব্লক দেওয়া হবে।

 

ডাইভারশন পয়েন্টগুলো হলো—মৎস্য ভবন ক্রসিং, কদমফোয়ারা ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেছনের গলি।

 

ভিভিআইপি ও ভিআইপিদের কার পার্কিংয়ের বিষয়ে বলা হয়, ভিভিআইপিদের গাড়ি মাজার গেটের গোল চত্বর, উপদেষ্টা পরিষদের সদস্য ও ভিআইপিদের গাড়ি বার অ্যাসোসিয়েশন মাঠ, বিচারপতিদের গাড়ি সুপ্রিম কোর্ট এনেক্স ভবনে পার্ক করতে হবে।

 

সর্বসাধারণের গাড়ি পার্কিংয়ের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ মানুষের গাড়ি আইইবি'র প্রাঙ্গণ, জিরোপয়েন্ট ক্রসিং হতে ইউবিএল ক্রসিং পর্যন্ত, দোয়েল চত্বর ক্রসিং এর দক্ষিণ-পশ্চিম-উত্তর পাশ, ফজলুল হক মুসলিম হল হতে বঙ্গবাজার ক্রসিং পর্যন্ত, মৎস্য ভবন ক্রসিং এর পূর্বদিকে কার্পেট গলি রোড এলাকা, মৎস্য ভবন ক্রসিং হতে শাহবাগ ক্রসিং পর্যন্ত পার্ক করতে হবে।

 

যানবাহন চলাচলের বিকল্প রাস্তা হিসেবে—শাহবাগ ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং হয়ে গুলিস্থান অভিমুখী যাত্রীবাহী গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহন মৎস্য ভবন ক্রসিংয়ের বামে মোড় নিয়ে কাকরাইল মসজিদ ক্রসিং, রাজমনি ক্রসিং হয়ে গন্তব্যে যাবে। বঙ্গবাজার ক্রসিং, হাইকোর্ট ক্রসিং হয়ে কদমফোয়ারা অভিমুখী যাত্রীবাহী গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহন জিরো পয়েন্ট ক্রসিং, ইউবিএল ক্রসিং হয়ে গন্তব্যে যাবে। গুলিস্থান ক্রসিং, ইউবিএল ক্রসিং হয়ে কদমফোয়ারা ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং অভিমুখী যাত্রীবাহী গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহন প্রেসক্লাবের সামনে ইউটার্ন নিয়ে নাইটিংগেল ক্রসিং হয়ে গন্তব্যে যাবে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২৫০ ছাড়াল

পাবিপ্রবিতে বৃক্ষরোপণ ও ডিজিটাল বুথ উদ্বোধন

শিক্ষকদের উদ্দেশে প্রধান উপদেষ্টার বার্তা

টেকসই নগরায়ণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা

বাদ পড়লেন চিত্রনায়ক ফেরদৌস

আন্দোলন প্রত্যাহার করে ক্লাসে ফেরার ঘোষণা শিক্ষকদের

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির প্রতিনিধি দল

সিরিজ জয়ের মিশনে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ভোলায় ২ হাজার গাছ রোপণ করেছে গ্রামবাসী

শিক্ষকদের বাড়িভাড়া ভাতা আরও বাড়াল সরকার

১০

সিরাজগঞ্জে নবজাতক চুরি মামলায় নারীর কারাদণ্ড

১১

আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন শিক্ষক

১২