বেক্সিমকোর ১৬ কারখানা চালুর দাবি শ্রমিকদের

ছবি সংগৃহিত

প্রায় এক মাস ধরে অনেকটা বেকার জীবন কাটাতে বাধ্য হচ্ছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ৪০ হাজার শ্রমিক। নানা কারণে কারখানাটি লে-অফ ঘোষণা করায় এ অচলাবস্থা সৃষ্টি হয়েছে। 

গাজীপুর নগরের সারাব এলাকার ‘বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের’ বন্ধ হওয়া ১৬ কারখানা চালুর দাবিতে গণসমাবেশের ডাক দিয়েছেন কর্মহীন শ্রমিকেরা। আজ মঙ্গলবার দুপুর দুইটায় শ্রীপুর সান সিটির মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা আছে।

গণসমাবেশ দুইটা থেকে শুরু করার ঘোষণা দিলেও শ্রমিকেরা সকাল ১০টা থেকেই আসতে শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত নতুন নতুন কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন কারখানার শ্রমিক ও আরেক টিম লিডার মোস্তাফিজুর রহমান।

এর আগে গত সপ্তাহে একই দাবিতে চন্দ্রা-নবীনগর সড়কে দীর্ঘ একটি মানববন্ধন কর্মসূচি পালন করেন শ্রমিকেরা। কারখানা খোলার দাবিতে তাঁরা কয়েকজন ‘টিম লিডার’–এর নেতৃত্বে বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছেন।

কারখানার সিনিয়র এক্সিকিউটিভ বজলুর রহমান খান বলেন, এলসি খোলার সুযোগ না পাওয়া এবং নতুন কার্যাদেশ না থাকার কারণে কারখানা লে-অফ ঘোষণা করা হয়। তবে সরকারের আন্তরিক সহযোগিতায় এলসি খোলা সম্ভব হলে, ব্যাংকের সহযোগিতা পেলে কারখানা খুলে দেওয়া যাবে।

তিনি আরও বলেন, ‘আমরা রাজনীতি বুঝি না, খেটে খাওয়া মানুষের পক্ষে কথা বলি। এই এলাকার মানুষের মঙ্গলের জন্য কারখানা খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।

কয়েক দিন ধরে গণসমাবেশটির লিফলেট ছাপিয়ে বিভিন্ন এলাকায় প্রচার করেছেন শ্রমিকেরা। 

এতে বলা হয়েছে, ‘সম্মানিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সব ফ্যাক্টরির কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক ভাইবোন এবং বেক্সিমকোর ৪০ হাজার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট সব স্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানানো হচ্ছে, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সব ফ্যাক্টরি খোলা, ব্যাংকিং ব্যবস্থা পুনরায় চালু এবং অন্য বকেয়া পরিশোধের দাবিতে একটি গণসমাবেশের আয়োজন করা হয়েছে। 

আমাদের প্রতিষ্ঠানের সব ফ্যাক্টরি পুনরায় চালুর দাবি জানিয়ে এবং নিজেদের কর্মসংস্থান ও পরিবারের ভবিষ্যৎ রক্ষার লক্ষ্যে আমরা সবাই একত্র হব।

এতে বলা হয়েছে, ‘সম্মানিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সব ফ্যাক্টরির কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক ভাইবোন এবং বেক্সিমকোর ৪০ হাজার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট সব স্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানানো হচ্ছে, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সব ফ্যাক্টরি খোলা, ব্যাংকিং ব্যবস্থা পুনরায় চালু এবং অন্য বকেয়া পরিশোধের দাবিতে একটি গণসমাবেশের আয়োজন করা হয়েছে। 

কারখানাগুলোর শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, এসব কারখানা খুলে দেওয়ার দাবিতে কয়েক দফায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। সর্বশেষ গত ২১ ডিসেম্বর বিক্ষোভে শ্রমিকদের কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গাজীপুর-২ শিল্পাঞ্চল পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের এলসি খোলার এবং ব্যাংকিং সুবিধা চালু করার দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ৯-১০ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি যাতে অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় এবং মহাসড়কের পরিস্থিতি শান্তিপূর্ণ থাকে, এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে তৈরি পোশাকসহ ১৩টি কারখানা রয়েছে। গত ১৫ ডিসেম্বর কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ নিবন্ধনের সময় বাড়ল

একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম

মিরপুরে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৩ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা

সারারাত হাইকোর্টের সামনে অবস্থান করবেন শিক্ষকরা, বুধবার শাহবাগ অবরোধ

মাহির রহস্যময় পোস্ট!

পাবিপ্রবি’র রোভার স্কাউটের তাঁবু হস্তান্তর

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪১

আগুনের ৩০০ গজের মধ্যে না থাকার নির্দেশ: ফায়ার সার্ভিস

১০

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত ৩

১১

মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে আগুনে নিহত ৯

১২