বিপিএলের জমজমাট সিলেট পর্ব শেষ হয়েছে সোমবার রাতে। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্সের জয়ের মধ্য দিয়ে প্লে-অফের তিনটি দল প্রায় নিশ্চিত হয়ে গেছে। এখন ঢাকা পর্বে লড়াই কেবল শেষ একটি প্লে-অফ টিকিট নিয়ে। সেই দৌড়ে সুবিধাজনক অবস্থানে আছে রংপুর রাইডার্স, আর কঠিন সমীকরণে পড়ে গেছে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস।
সিলেট পর্ব শেষেই প্লে-অফ নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স। ৮ ম্যাচে ৬ জয় নিয়ে ১২ পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলের শীর্ষে রাজশাহী। ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চট্টগ্রাম। আর ৯ ম্যাচে ৫ জয় ও ১০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে স্বাগতিক সিলেট।
চার নম্বরে থাকা রংপুর রাইডার্স এখনো আনুষ্ঠানিকভাবে প্লে-অফ নিশ্চিত করতে পারেনি। ৮ ম্যাচে ৪ জয় ও ৪ হারে তাদের পয়েন্ট ৮। তবে হাতে থাকা দুই ম্যাচের যেকোনো একটিতে জিতলেই শেষ চারে জায়গা নিশ্চিত হবে। রংপুরের বাকি দুই ম্যাচই ঢাকা ও নোয়াখালীর বিপক্ষে, যা তাদের জন্য বড় সুযোগ।
অন্যদিকে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস-দু’দলই ৮ ম্যাচে মাত্র ২টি করে জয় পেয়েছে। পয়েন্ট ৪ করে হলেও গাণিতিকভাবে এখনো প্লে-অফের আশা টিকে আছে। তবে সমীকরণ কঠিন। শেষ দুটি ম্যাচেই জিততে হবে তাদের এবং তাকিয়ে থাকতে হবে রংপুরের টানা হারের দিকে। এই দুই দলেরই একটি করে ম্যাচ রংপুরের বিপক্ষে, অন্যটি শক্তিশালী চট্টগ্রামের সঙ্গে।
লিগ পর্বের শেষ ধাপ শুরু হচ্ছে ঢাকায়। আগামী ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লিগের বাকি ছয়টি ম্যাচ। এরপর ১৯ জানুয়ারি শুরু হবে প্লে-অফ। আর ২৩ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের বিপিএলের।