বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ শুল্ক নির্ধারণ

ছবি সংগৃহীত ।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের শুল্ক আলোচনার তৃতীয় দফা শেষে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৩৫ শতাংশ পাল্টা শুল্কের সিদ্ধান্ত জানায়। তবে এবার তা ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশে নামানো হয়েছে। শুল্ক নিয়ে দীর্ঘ আলোচনা শেষে এ হার নির্ধারণ করা হয়।

নতুন শুল্ক হার অনুযায়ী, এখন থেকে বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রে রফতানিতে মোট ৩৫ শতাংশ শুল্ক দিতে হবে। কারণ বর্তমানে গড়ে ১৫ শতাংশ আমদানি শুল্কের সঙ্গে যুক্ত হয়েছে নতুন ২০ শতাংশ পাল্টা শুল্ক।

এই শুল্ক শুধু বাংলাদেশের ওপর নয়, আরও বেশ কিছু দেশের ওপরও আরোপ করা হয়েছে। পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিপাইনের ওপর ১৯ শতাংশ, ভারতের ওপর ২৫ শতাংশ, মিয়ানমারের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের ওপর ২০ শতাংশ এবং ব্রাজিলের ওপর ১০ শতাংশ পাল্টা শুল্ক বসানো হয়েছে।

এর আগে, গত ২ এপ্রিল যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বেশ কয়েকটি দেশের ওপর পাল্টা শুল্ক বসানো হয়। তখন বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়। পরে ৯ এপ্রিল তিন মাসের জন্য তা স্থগিত করা হয়। আলোচনা শেষে ৩১ জুলাই সময়সীমা শেষ হয় এবং ১ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হয়।

শুল্ক ইস্যুতে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ নিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। প্রতিনিধি দলে আরও আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কেনা হচ্ছে আন্তর্জাতিক মূল্য তুলনা করে: অর্থ উপদেষ্টা

বাগেরহাটে নির্বাচন অফিস ঘেরাও, উচ্চ আদালতে রিট

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা

ফার্মগেটে ভিক্ষা করে ৫০০ টাকা পেয়েছিলেন ‘অ্যালেন স্বপ’

হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম

কাতারে আর হামলা করবে না ইসরায়েল: ট্রাম্প

মেয়াদ বাড়লো জাতীয় ঐকমত্য কমিশনের

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত

গুরুতর অভিযোগে গুগলের বিরুদ্ধে মামলা

ডেঙ্গুতে একদিনে আরও ৫ মৃত্যু

১০

বিশ্ব লিম্ফোমা সচেতনতা উপলক্ষে র‌্যালি ও বৈজ্ঞানিক সেমিনার আয়োজন

১১

১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা

১২