নোবেল চাইলে গাজা যুদ্ধ থামাতে হবে ট্রাম্পকে: ম্যাক্রোঁ

ছবি : সংগৃহীত।

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ট্রাম্প যদি সত্যিই নোবেল শান্তি পুরস্কার জিততে চান, তবে গাজার যুদ্ধ থামাতেই হবে। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এ মন্তব্য করেন তিনি।

রয়টার্সের খবরে বলা হয়, ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএম টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, ‘ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করে যুদ্ধ বন্ধ করার ক্ষমতা কেবল একজনের হাতেই আছে, আর তিনি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। কারণ, ফ্রান্স এমন কোনো অস্ত্র বা সরঞ্জাম সরবরাহ করে না, যা দিয়ে গাজায় যুদ্ধ চালানো সম্ভব। কিন্তু যুক্তরাষ্ট্র তা করে।’

এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে ট্রাম্প জানান, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার উদ্যোগকে যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করছে। তার দাবি, এটি হামাসকে পুরস্কৃত করার শামিল হবে। 

তবে একইসঙ্গে তিনি বলেন, ‘আমাদের অবিলম্বে গাজার যুদ্ধ থামাতে হবে এবং শান্তি আলোচনায় বসতে হবে।’

ম্যাক্রোঁ ট্রাম্পের বক্তব্য প্রসঙ্গে বলেন, ‘আমি এমন এক মার্কিন প্রেসিডেন্টকে দেখছি, যিনি বিষয়টিতে সম্পৃক্ত। যিনি জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, ‘আমি শান্তি চাই। আমি সাতটি সংঘাত সমাধান করেছি। 

তিনি নোবেল শান্তি পুরস্কার চান। আর সেটি সম্ভব হবে তখনই, যখন এই যুদ্ধ বন্ধ করা যাবে।’

এর আগে কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানসহ কয়েকটি দেশ শান্তিচুক্তি ও অস্ত্রবিরতি ঘটানোর ভূমিকার জন্য ট্রাম্পকে এ বছরের নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন দিয়েছে। ট্রাম্প নিজেও দাবি করেন, নরওয়ের প্রদত্ত এই সম্মান তিনি পাওয়ার যোগ্য। তার আগে যুক্তরাষ্ট্রের চারজন প্রেসিডেন্ট এ পুরস্কার অর্জন করেছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে শাটডাউন ৭ দিনের জন্য স্থগিত

সংস্কার-গণতান্ত্রিক রূপান্তরের পদক্ষেপ জাতিসংঘে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা

কার্পাসডাঙ্গায় ৫ কেজি ভারতীয় রুপার গহনাসহ বাসের সুপারভাইজার গ্রেপ্তার

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর

নোবেল চাইলে গাজা যুদ্ধ থামাতে হবে ট্রাম্পকে: ম্যাক্রোঁ

অবশেষে মুখ খুললেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের

রাকসুর পর এবার পেছাল চাকসু নির্বাচন

মহাখালীতে পেট্রোল পাম্পে আগুনে ৭ জন দগ্ধ

বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুব আলমের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে: অর্থ উপদেষ্টা

১০

বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে কাবুল থেকে দিল্লি গেল কিশোর

১১

হাসিনার গুলির সামনে ভয় পাইনি, ভাঙা ডিমে যায় আসে না: আখতার

১২