বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার (১৫ অক্টোবর) ঢাকায় পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
সিরিজের সূচনা হবে ওয়ানডে ম্যাচ দিয়ে, যা অনুষ্ঠিত হবে রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তিনটি ম্যাচ-ই যথাক্রমে ১৮, ২১ ও ২৩ অক্টোবর ্অনুষ্ঠিত হবে। সব ম্যাচই মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে। এরপর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
উল্লেখ্য, ১৮,২১ এবং ২৩ তারিখের ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য টিকিট বিক্রিও শুরু হয়েছে। আজ সকাল থেকে অনলাইনে টিকিট কেনা সম্ভব।দর্শকেরা অনলাইনে https://www.gobcbticket.com.bd ওয়েবসাইট থেকে টিকিট কিনতে পারবেন। প্লে স্টোর থেকে ‘গো বিসিবি টিকিট’ অ্যাপ ডাউনলোড করেও টিকিট কেনা যাবে। ইস্টার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে সর্বনিম্ন ৩০০ টাকায়। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারির টিকিটের দাম ৪০০ টাকা, দুটি ক্লাব হাউস গ্যালারির টিকিট ৮০০ টাকা। ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিট ১,৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ধরা হয়েছে ২,৫০০ টাকায়।