২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আমদানি-রপ্তানি শুল্ক কর সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। মাত্র ১ শতাংশ শুল্ক দিয়ে আমদানি করা যাবে কোল্ড স্টোরেজের সব ধরনের যন্ত্রপাতি।
সয়াবিন তেল আমদানিতে ৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহার। এলডিসি গ্র্যাজুয়েশন ও ট্যারিফ পলিসি বাস্তবায়নের অংশ হিসেবে ১০৭টি পণ্যের কাস্টমস ডিউটি সম্পূর্ণ প্রত্যাহার, আরও ৬০টি পণ্যের কাস্টমস ডিউটি হ্রাস। এছাড়া ৯টি পণ্যের সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার এবং ৪৩১টি পণ্যের সম্পূরক শুল্ক হ্রাস।
পেট্রোলিয়াম পণ্যের শুল্কহার কমিয়ে ৩ ও ৬ শতাংশ নির্ধারণ, যা আগে ছিল ৫ ও ১০ শতাংশ। পরিশোধিত চিনি আমদানিতে টনপ্রতি ৫০০ টাকা স্পেসিফিক ডিউটি হ্রাস।