‘ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হলে কিছু করার নেই’

ছবি : সংগৃহীত।

ভারত যদি বাংলাদেশের স্বৈরাচারী সরকারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হয়ে পড়ে, তাতে বিএনপির কিছুই করার নেই। তিনি বলেন, বাংলাদেশের জনগণই ইতিমধ্যে সেই সম্পর্ক নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছে, আর তিনি থাকবেন দেশের মানুষের পক্ষেই।

বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়ে করা এক প্রশ্নের জবাবে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান এ মন্তব্য করেন। 

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে বিএনপির অবস্থান ব্যাখ্যা করে তারেক রহমান বলেন, সবার আগে বাংলাদেশ। আমার দেশের স্বার্থই আগে। আমি আমার দেশের মানুষের স্বার্থ রক্ষা করব, জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে সম্পর্ক এগিয়ে নেব।

আরেক প্রশ্নের জবাবে বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, অবশ্যই আমি আমার পানির হিস্যা চাই। আমি আরেকজন ফেলানীকে সীমান্তে ঝুলতে দেখতে চাই না। আমরা এটা কখনো মেনে নেব না।

বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র বিএনপির রাষ্ট্রপরিচালনার অভিজ্ঞতা আছে মন্তব্য করে জনগণকে সেই অভিজ্ঞতা বিবেচনায় নেয়ার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

তারেক রহমান বলেন, আমরা চাই অন্তর্বর্তী সরকার সফল হোক। তাদের মূল দায়িত্ব হলো কিছু প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা এবং একটি স্বাধীন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। আমরা প্রত্যাশা করি, তারা এই দায়িত্ব যথাযথভাবে সম্পাদন করবেন।

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে তিনি আরও বলেন, এই কাজটি তারা কতটা ভালোভাবে সম্পন্ন করতে পারেন, সেটির ওপরই সম্পর্কের উষ্ণতা বা শীতলতা নির্ভর করবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ‘পদধ্বনি’ আসর

ভূমিকম্পে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরো ৪৩৬ জন

রাজধানীর পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই : রিজওয়ানা হাসান

তীব্র বিপর্যয়ে যুক্তরাজ্য, বন্ধ শত শত স্কুল

সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

বাংলাদেশী এক নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করেছে বিএসএফ

জুলাই অভ্যুত্থান ও চলমান রাষ্ট্র সংস্কারে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে: প্রধান উপদেষ্টা

মানুষের পাশে মানুষ থাকি—মানবিকতা জেগে উঠুক: কচি খন্দকার

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য: আসিফ আকবর

১০

শীতে গিজার চালিয়েও বিদ্যুৎ খরচ কমাবেন যেভাবে

১১

রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

১২