ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগানে মুখরিত শাহবাগ

ছবি সংগৃহীত।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশ শুরু হওয়ার আগেই নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে শাহবাগে। 

রবিবার (৩ আগস্ট) সকাল থেকে সমাবেশস্থলে জড়ো হওয়া নেতাকর্মীদের চাঙা রাখতে ছাত্রদলের নেতারা স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন।

‘স্বৈরাচার নিপাত যাক’; খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’; জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’ শাহবাগ মোড়ে এমন সব স্লোগান দিচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

সমাবেশের প্রস্তুতি ঘিরে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। শাহবাগ থেকে কাঁটাবন, ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়, শাহবাগ থানা হয়ে মৎস্য ভবন পর্যন্ত রাস্তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে জরুরি চিকিৎসাসেবার জন্য অ্যাম্বুলেন্স চলাচলের সুযোগ দেয়া হচ্ছে।

সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীরা মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে, ব্যান্ড ও ফেস্টুন পরে, দলের পতাকা হাতে নিয়ে মিছিল করে উপস্থিত হন।

রাজধানীর পল্লবী থেকে আসা জিয়া সাইবার ফোর্সের সদস্য ইয়াহিয়া কাজল বলেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার পতনের পর আজকের সমাবেশে অংশ নিতে পেরে আমি গর্বিত। আমরা আশা করি, তারেক রহমান ফিরে এসে দেশের হাল ধরবেন।’

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, ‘অতীতে ছাত্ররাজনীতি কলুষিত ছিল। এখন আমরা একটি ইতিবাচক ও গ্রহণযোগ্য রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।’

সমাবেশে ভার্চ্যুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিশেষ অতিথি থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোস্টাল ব্যালটে ভোট দিতে সাড়ে ৩ হাজার নিবন্ধন

তিন দিনের সফরে শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক: তারেক রহমান

এনসিপির মনোনয়নপত্র নিলেন রিকশাচালক সুজন

১৯ দিনে প্রবাসী আয় ২৪ হাজার কোটি টাকা

ফের মা হচ্ছেন সোনম, অভিনেত্রীর স্বামী বললেন ‘ঝামেলা’

ডেঙ্গুতে এক দিনে ৪ জনের মৃত্যু

আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আসিফ নজরুল

সিরাজগঞ্জে ‘যমুনা’ নামে উপজেলা চায় চরঅঞ্চলের ৬ ইউনিয়নবাসী

ওসি প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ

১০

রাবি শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ

১১

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না বাংলাদেশ: উপদেষ্টা ড. খলিলুর

১২