ভেনেজুয়েলায় ট্যাংকার আটক, বেড়েছে তেলের দাম

ছবি : সংগৃহীত।

ভেনেজুয়েলা উপকূলে বিশাল তেলবাহী ট্যাংকার আটক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একথা জানিয়েছেন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের সঙ্গে ওয়াশিংটনের উত্তেজনা বাড়ার মধ্যেই এই ঘটনা ঘটল। এদিকে ভেনেজুয়েলা উপকূলে তেলবাহী জাহাজ আটক করার খবর প্রকাশের পর বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। মূলত তেলের সরবরাহে ব্যাঘাত ঘটার আশঙ্কায় সামান্য ঊর্ধ্বমুখী হয়েছে তেলের দাম।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, ভেনেজুয়েলা উপকূলে মার্কিন কর্তৃপক্ষ একটি তেলবাহী জাহাজ আটক করেছে— এ খবর প্রকাশের পর বুধবার বিশ্ববাজারে তেলের দাম সামান্য বেড়েছে। 

মূলত ট্যাংকার আটকের এই ঘটনাটি বাজারে তেলের স্বল্পমেয়াদী সরবরাহব্যাহত হওয়ার শঙ্কা বাড়িয়ে দিয়েছে। এতে জাহাজ মালিকদের ঝুঁকি বাড়তে পারে এবং ভেনেজুয়েলার তেল রপ্তানি ব্যাহত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের ফিউচার-দর ০.৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬২ দশমিক ২১ ডলারে স্থির হয়। অবশ্য সামান্য এই ঊর্ধ্বগতির পরও যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বহু বছরের মধ্যে সবচেয়ে নিচে রয়েছে। 

এএএ’র তথ্য অনুযায়ী, গত সপ্তাহে দেশটিতে প্রতি গ্যালন সাধারণ পেট্রলের গড় দাম চার বছরের মধ্যে প্রথমবারের মতো ৩ ডলারের নিচে নেমে এসেছে।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দীর্ঘদিনের সমালোচক। চলতি বছরে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি মাদুরোকে ‘এক ভয়ঙ্কর স্বৈরশাসক’ বলে অভিহিত করেছিলেন। মাদুরোকে পদত্যাগে বাধ্য করতে তিনি চাপ দিচ্ছেন কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন, ‘আমরা সে নীতির দিকেই এগোচ্ছি।’

বিগত কয়েক মাস ধরে ক্যারিবিয়ান সাগরে যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, বোমারু বিমান, মেরিন, ড্রোন ও গুপ্তচর বিমানের বিশাল বাহিনী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র— যা গত কয়েক দশকের মধ্যে সেখানে সবচেয়ে বড় সামরিক উপস্থিতি। এছাড়া সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদকবাহী সন্দেহে বেশ কিছু নৌযানে বিমান হামলা চালিয়েছে। ট্রাম্প প্রশাসন বলছে, মাদক চোরাচালান ঠেকাতে এসব হামলা করা প্রয়োজন।

ট্রাম্প অভিযোগ করেছেন, মাদুরো একটি মাদক পাচারকারী সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, তবে এটি অস্বীকার করেছেন মাদুরো। ট্রাম্প আরও জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে (সিআইএ) ভেনেজুয়েলায় গোপন অভিযান পরিচালনার অনুমতি দিয়েছেন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন ‘স্থলভাগ নিয়েও ভাবছে’। তার এই মন্তব্য ভেনেজুয়েলা ভূখণ্ডে সম্ভাব্য সামরিক অভিযানকেই ইঙ্গিত করে।

এর আগে চলতি বছরের আগস্টে মাদুরোর গ্রেপ্তারের তথ্য দিলে পুরস্কারের পরিমাণ বাড়িয়ে ৫ কোটি ডলার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ

নির্বাচনী মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ : তারেক রহমান

হাদির আক্রমণকারী চিহ্নিত, বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার চলছে: মির্জা ফখরুল

ভোলায় জামায়াত-বিএনপির দুপক্ষের সংঘর্ষে ১০জন আহত

সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে

সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন

শাকসু নির্বাচন: ছাত্রদলের প্যানেল ঘোষণা

হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আপিল

হাদির হত্যাচেষ্টাকারীদের সম্পর্কে এখনই সবকিছু বলা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

১০

ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার দাবি সাদিক কায়েমের

১১

আদালত প্রাঙ্গণে নিরাপত্তা নিরাপত্তা জোরদারে আইজিপিকে সুপ্রিম কোর্টের চিঠি

১২