চট্টগ্রামে একটি তোয়ালে ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিটের সঙ্গে আগুন নেভাতে যোগ দিয়েছে নৌবাহিনী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে চট্টগ্রাম সিইপিজেডের লিংক রোডের সাত তলা ওই ফ্যাক্টরির ৫, ৬ ও ৭ম তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি।