মুদি দোকানিকে গলা কেটে হত্যা, রক্ত গামলাতে করে টয়লেটে ফেলে খুনিরা

হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করছে পুলিশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে মুদি দোকানদার রইস উদ্দিনের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু ও রইসের লুট হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। শাহজাদপুর থানার অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

নিহত রইস উদ্দিন কাঙলাকান্দা নলুয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় নলুয়া বাজারে মুদি দোকান পরিচালনা করতেন। গ্রেপ্তারকৃতরা হলেন— একই গ্রামের আজিজ আলী মন্ডলের ছেলে মো. মামুন (২৮) এবং জুগ্নীদহ পশ্চিমপাড়া গ্রামের মৃত রানু শেখের ছেলে মো. জয়নাল শেখ (৫০)।

পুলিশ সূত্রে জানা যায়, রইস উদ্দিন গত ৩ নভেম্বর তার দোকান থেকে বাড়ি ফিরে না আসলে তার আত্মীয়-স্বজনরা তাকে খুঁজতে শুরু করেন। ফোনটি বন্ধ পাওয়ার পর ৮ নভেম্বর রইসের ছেলে দুলাল হোসেন শাহজাদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর, ১৮ নভেম্বর সন্ধ্যায় শাহজাদপুর পৌর এলাকার নলুয়া বাজারের পাশের একটি ডোবায় রইসের মরদেহ পাওয়া যায়।

হত্যাকাণ্ডের পেছনের কারণ সম্পর্কে পুলিশ জানায়, মামুন ও জয়নাল দীর্ঘদিন ধরে রইসের দোকানে আড্ডা দিতেন এবং তার টাকা ছিনতাইয়ের পরিকল্পনা করেছিলেন। ৩ নভেম্বর রাত ১০টা থেকে তারা রইসকে অনুসরণ করতে শুরু করেন। রইস রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফিরে গেলে, তাকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয়। হত্যার পর, রইসের ঘরের তোষকের নিচে থাকা ১৬ হাজার টাকা নিয়ে যায় মামুন। রক্ত গামলাতে করে টয়লেটে ফেলে দেয়। এরপর, রইসের মরদেহ বস্তায় ভরে ডোবায় ফেলে দেওয়া হয়।

পুলিশ হত্যাকাণ্ডের পুরো ঘটনার তদন্ত করে নিশ্চিত করেছে যে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এবং দুই আসামি হত্যার উদ্দেশ্যে রইসের ওপর হামলা চালায়।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকবাজার আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

সন্দ্বীপে কিরাত সম্মেলনে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান

চকবাজারে আবাসিক ভবনে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন করলেন সেরা খামারি পিংকি আক্তার

খালেদা জিয়ার চিকিৎসায় চীনা মেডিকেল টিম এভারকেয়ারে

কর্মবিরতি চলছে প্রাথমিক সহকারী শিক্ষকদের, পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষকরা

২২ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন

সীমান্তে স্বর্নের বারসহ ভারতীয় নাগরিক আটক

শরিফুল রাজের সঙ্গে জুটি বাঁধলেন তিথী

বন্যায় ৩ দেশে মৃত্যু ৯০০ ছাড়াল

১০

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

১১

শেখ হাসিনার ৫, রেহানা ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

১২