মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মেট্রোরেল চলাচল ৪০ মিনিট বন্ধ থাকবে। সোমবার (১৫ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
ডিএমটিসিএল জানিয়েছে, মেট্রোরেলের সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহান বিজয় দিবস উপলক্ষে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারাজাম্প অনুষ্ঠিত হবে। এ কারণে প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত মোট ৪০ মিনিটের জন্য মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ থাকবে।
ক্ষুদেবার্তায় যাত্রীসেবা প্রদানের ক্ষেত্রে সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।