বোরকা পরে এসে দোকানের তালা কেটে ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি

ছবি: সংগৃহীত ।

রাজধানীর মালিবাগে একটি শপিংমলে জুয়েলার্সের দোকান থেকে ৫০০ ভরি সোনা চুরির ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, চোরচক্রের সদস্যরা বোরকা পরে চুরি করতে আসেন। সিসি ক্যামেরায় দুজনকেই দেখা গেছে। পরে তারা দোকানের তালা কেটে দোকানে প্রবেশ করেন।

আজ বৃহস্পতিবার সকালে শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত্য বিশ্বাস বলেন, ‘আমার দোকানে মোট প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার ছিল। এর মধ্যে দোকানের স্বর্ণ ৪০০ ভরি ও ১০০ ভরি ছিল বন্ধকি স্বর্ণ। এ ছাড়া দোকান থেকে ৪০ হাজার টাকাও চুরি হয়েছে।’

তিনি বলেন, ‘অন্যান্য সময়ের মতো গত রাতেও দোকান বন্ধ করে বাসায় যাই। আজ সকালে মার্কেটের দারোয়ানের ফোনের মাধ্যমে খবর পাই দোকানে চুরি হয়েছে। এরপর দোকানে ছুটে এসে দেখি সব নিয়ে গেছে চোর।’

এদিকে, এ চুরির ঘটনায় একটি সিসিটিভি ফুটেজ এসেছে পুলিশের হাতে। ফুটেজটি বিশ্লেষণ করে দেখা গেছে, বুধবার রাত ৩টার দিকে ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স নামের দোকানটিতে চোর চক্রের দুজন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে স্বর্ণ চুরি করেন।

আজ সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম তারিক বলেন, ‘আমাদের কাছে সংবাদ আসার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। সম্ভবত গতকাল রাতে একদল চোর শম্পা জুয়েলার্স নামে দোকানটির সাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে। ওরা সেখানে থাকা বিভিন্ন স্বর্ণালঙ্কার চুরি করে।’

তিনি বলেন, ‘মালিকপক্ষ আমাদেরকে জানিয়েছে, দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। আমরা আসলে এখনো এই দাবির সত্যতা যাচাই করতে পারিনি। তবে দোকানে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে।’

পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘আমরা মার্কেটের এবং দোকানের আশপাশের ও দোকানের ভেতরে সিসিটিভি ফুটে সংগ্রহ করার চেষ্টা করছি। ঘটনাস্থলে সিআইডির টিম কাজ করছে। আশা করছি দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িতদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে পারব। এই মুহূর্তে প্রাথমিকভাবে এর বেশি বলা যাচ্ছে না। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে সব বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখছি।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৩ অক্টোবর বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতালের ডাক

”আমরা আপনাদের প্রত্যেকটি পদক্ষেপ অনুসরণ করব।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন হবে ২২ অক্টোবর

বাংলাদেশ বনাম হংকং:হাভিয়ের কোনো পরিকল্পনা আছে কী?

কান্তারা ১ : সাফ্যলের সিঁড়িতে কত ধাপ এগিয়ে?

বোরকা পরে এসে দোকানের তালা কেটে ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি

হাসিনাসহ ৩০ জনের গ্রেপ্তারি পরোয়ানা বাহিনী প্রধানদের কাছে পাঠাল ট্রাইব্যুনাল

চানখাঁরপুলে হত্যা মামলায় সাক্ষ্য দেবেন আসিফ মাহমুদ

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর

১০

শহিদুল আলমসহ আটক অধিকারকর্মীদের ইসরায়েলের আশদোদ বন্দরে নেয়া হয়েছে

১১

ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

১২