উন্নত চিকিৎসার জন্য ফের লন্ডন যেতে পারেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এজন্য এরইমধ্যে তার একান্ত সচিবের পাঠানো চিঠির জবাবে নোট ভারবাল ইস্যু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (২৮ জুলাই) রাতে এ তথ্য জানানো হয়।
গত ২৩ জুলাই মধ্যরাতে জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হয়। সেদিন রাতেই চিকিৎসা শেষে বাসায় ফেরেন তিনি।
উল্লেখ্য, চলতি বছর জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নেন তিনি।
পরবর্তীতে ৬ মে চিকিৎসা শেষে দেশে ফিরেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।