জুলাই ঘোষণাপত্র: ঢাকায় আসছে ৮ জোড়া বিশেষ ট্রেন

ছবি সংগৃহীত ।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় উপস্থাপন করা হবে আলোচিত ‘জুলাই ঘোষণাপত্র’। এই অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র-জনতাকে আনতে আট জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। আবার কর্মসূচি শেষে এসব ট্রেনে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। এই বিশাল যাতায়াত পরিকল্পনার ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানের জন্য এসব ট্রেন ঢাকায় পৌঁছাবে দুপুর ২টা থেকে ৩টার মধ্যে। একই সঙ্গে রাত ৮টা থেকে ৯টার মধ্যে ট্রেনগুলো গন্তব্যে ফিরে যাবে। ট্রেনগুলোতে যাতায়াতের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা।

রেলপথ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিতে আসা ছাত্র-জনতার জন্য ট্রেন ভাড়া করার বিষয়ে রোববার (৩ জুলাই) গণঅভ্যুত্থান অধিদপ্তর চিঠি দেয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে। এর পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রণালয়কে চিঠি দেয়। দিনে দিনেই রেলপথ মন্ত্রণালয় আটটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। ট্রেনগুলোর ভাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে বলে সূত্র জানিয়েছে।

রেলওয়ে সূত্র বলছে, চট্টগ্রাম থেকে ১৬ কোচের একটি বিশেষ ট্রেন ঢাকায় আসবে, যেটিতে ৮৯২ জন বসতে পারবেন। ভাড়া নির্ধারণ হয়েছে ৭ লাখ টাকার বেশি। জয়দেবপুর থেকে ৮ কোচের একটি ট্রেন আসবে, আসন ৭৩৬টি, ভাড়া প্রায় ৭২ হাজার টাকা। নারায়ণগঞ্জ থেকে ১০ কোচের ট্রেনে আসবে ৫১০ জন, ভাড়া ৫৬ হাজার টাকার কিছু বেশি। নরসিংদী থেকে ১২ কোচের ট্রেনে ৬৫২ জন আসতে পারবেন, ভাড়া প্রায় ৯৫ হাজার টাকা।

এ ছাড়া, সিলেট থেকে ১১ কোচের ট্রেনের আসন ৫৪৮টি, ভাড়া ৩ লাখ ২৩ হাজার টাকা। রাজশাহী থেকে ৭ কোচের ট্রেনে ৫৪৮ জনের জন্য ভাড়া নির্ধারিত হয়েছে ৪ লাখ ৮৫ হাজার টাকা। রংপুর থেকে ১৪ কোচের ট্রেনে ৬৩৮টি আসন, যার ভাড়া প্রায় সাড়ে ১০ লাখ টাকা। ফরিদপুরের ভাঙা থেকে ৭ কোচের ট্রেনে ৬৭৬টি আসনের জন্য ভাড়া নির্ধারিত হয়েছে প্রায় ২ লাখ ৬১ হাজার টাকা।

রেলওয়ের সময়সূচি অনুযায়ী, রংপুর থেকে ট্রেন ছেড়েছে সোবমার (৪ আগস্ট) রাত সাড়ে ১১টায়। চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী থেকে ট্রেনগুলো ছেড়েছে মঙ্গলবার ভোরে। ঢাকার কাছাকাছি জেলা থেকে ট্রেনগুলো ছাড়বে দুপুরের আগে। ফিরতি যাত্রাও দূরের অঞ্চলগুলোর ট্রেন দিয়ে শুরু হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা শৈত্য প্রবাহে বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবন

ভেনেজুয়েলা সরকার সহযোগিতা না করলে দ্বিতীয় দফা হামলা হতে পারে : ট্রাম্প

বাছাইয়ে মনোনয়ন বাতিল ৭২৩, বৈধ ১৮৪২

শীতার্তদের পাশে দাঁড়াল ইয়ুথ ফর আপলিফট বাংলাদেশ

মনোনয়নপত্র গ্রহণ-বাতিলের বিরুদ্ধে আজ থেকে ইসিতে আপিল

৩ মাস কোনো ফোন ব্ল্যাকলিস্ট হবে না: ডিসি মাসুদ

যশোরে বিএনপি নেতা হত্যা: খুনিদের পালানো রুখতে চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির সতর্কতা

চাটমোহর প্রেসক্লাবের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তকে স্বাগত জানালেন ক্রীড়া উপদেষ্টা

সচিব হলেন ৩ কর্মকর্তা

১০

দেশু জুটির ফেরা নিয়ে মুখ খুললেন শুভশ্রী

১১

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ২৭৩

১২