জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন স্থগিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় সিন্ডিকেট মিটিং শেষে জকসু নির্বাচন স্থগিতের ঘোষণা আসলে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়।
এ সময় শিক্ষার্থীরা, 'জকসু আমার অধিকার, রুখে দেয়ার সাধ্য কার', 'জকসু নিয়ে টালবাহানা, চলবে না চলবে না,’ 'সিন্ডিকেটের গদিতে, আগুন জ্বালো একসাথে', '১০টার মধ্যে নির্বাচন, দিতে হবে দিতে হবে', ইত্যাদি স্লোগান দেয়।
এর আগে, সকাল সাড়ে ৮টা থেকে জকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল। তবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট মিটিং ডাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মিটিং শেষে জকসুর ভোট গ্রহণ স্থগিত করার ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জকসু নির্বাচন। নির্বাচন কমিশন জানিয়েছে মোট ১৬ হাজার ৬৪৫ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এই নির্বাচনে। জকসু স্থগিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ লক্ষ্য করা গিয়েছে।