চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে এগিয়ে ভারত, তবে...

ছবি সংগৃহীত

আকাশপথে দীর্ঘ ৭০৪৮ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর আগামীকাল  চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মাঠে নামছে কিউইরা অপরদিকে  ভারত ১৬ ফেব্রুয়ারি দুবাই শহরে পা রাখার পর এখন পর্যন্ত সেখানেই আছেন। সেদিক বিবেচনায় ভারত একটু সুবিধা পাবেন ভাবছেন বিশেষজ্ঞরা। অন্য সব হিসাবনিকাশ একপাশে সরিয়ে রাখলে শুধু ভ্রমণঝক্কির কারণেই আগামীকাল চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে বেশ খানিকটা এগিয়ে থাকার কথা ভারতের। রোহিতের দল এগিয়ে আছে টুর্নামেন্টজুড়ে অপরাজিত, ব্যাটসম্যানদের রানে থাকা আর স্পিনারদের সময়মতো জ্বলে ওঠা পারফরম্যান্সের কারণেও। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে ফেবারিট বলতে তাই খুব বেশি দ্বিধায় পড়তে হচ্ছে না তেমন কাউকেই। তবে মুদ্রার অপর পিঠে আছে অন্য বাস্তবতাও। চ্যাম্পিয়নস ট্রফি জিতে 

সাদা ব্লেজারটা পরার বড় দাবিদার যে কালো জার্সির নিউজিল্যান্ডও। ২০২৩ বিশ্বকাপসহ এ নিয়ে ৫০ ওভারের আইসিসি টুর্নামেন্টে টানা দ্বিতীয় ফাইনাল খেলছে ভারত। দেশটির ক্রিকেটে আলোচনা আছে, ৩৭ বছর বয়সী রোহিত আর ৩৬ বছর বয়সী বিরাট কোহলি চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল খেলে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাতে পারেন আর রোহিত–কোহলির সম্ভাব্য অবসরকে রাঙিয়ে তুলতে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ঘিরে ভারতের উচ্ছ্বাসও অনেক। 

ব্যক্তিগত পারফরম্যান্সে বোলিংয়েও ভারতের থেকে এগিয়ে নিউজিল্যান্ড। দুবাইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতকে একাই চাপে ফেলে দেন ম্যাট হেনরি। ৪২ রান দিয়ে তুলে নিয়েছেন শুভমান গিল, বিরাট কোহলিসহ ৫ উইকেট। ৪ ম্যাচে ১০ উইকেট নিয়ে হেনরিই এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট টেকার। তাই ডানহাতি এই পেসারের দিকে আলাদাভাবে চোখ রাখতে হবে ভারতের। এছাড়া ৭ উইকেট নিয়ে তালিকার তিনে মিচেল স্যান্টনার।

এদিকে টুর্নামেন্টে ফাইফার রয়েছে ভারতের দুই বোলার মোহাম্মদ শামি ও বরুণ চক্রবর্তির। ৮ উইকেট নিয়ে তালিকার দুইয়ে শামি। আর ৭ উইকেট নিয়ে তিনে আছেন বরুণ।

পরিসংখ্যানে নিউজিল্যান্ড কিছুটা এগিয়ে থাকলেও, ফাইনালে ফেবারিটের তকমা নিয়ে মাঠে নামবে ভারত। কারণ, নিউজিল্যান্ড লাহোর-করাচি-রাওয়ালপিন্ডি-দুবাই ঘুরে ঘুরে সব ম্যাচ খেলেছে। সেখানে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ খেলছে একই মাঠে। কিছুটা এগিয়ে থেকে ভারত যে ফাইনালে নামবে তা আর বলার অপেক্ষা রাখে না। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

বিএনপিকে নিশ্চিহ্ন করার কর্মসূচি করবেন না- মির্জা আব্বাস

রাত ১১টা পর্যন্ত হাতিরঝিলে যান চলাচল বন্ধ

কঠিন লড়াই আসছে, প্রস্তুতি নিচ্ছে এনসিপি: নাহিদ ইসলাম

সময় যতই লাগুক অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে- আসিফ মাহমুদ

গোপালগঞ্জে সংঘর্ষ: আরও একজনের মৃত্যু

সুদানের উত্তর করদোফান রাজ্যের বিভিন্ন গ্রামে হামলা চালিয়ে অন্তত ৩০০ জনকে হত্যা

দ্রুজ-বেদুইন সংঘর্ষে জড়ালো সিরিয়ার সেনা, আক্রমণ চালাচ্ছে ইসরাইল

গোপালগঞ্জে অনির্দিষ্টকালের জন্য কারফিউ

ঢাকায় মহাসমাবেশ সফল করতে উল্লাপাড়ায় জামায়াতের স্বাগত মিছিল

১০

গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর বক্তব্য

১১

চুয়াডাঙ্গায় জামায়াতের সাংবাদিক সম্মেলন

১২