পাবনার চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে হাসান-ঝাপির তুহিনকে উদ্দেশ্য করে বলেছেন, আমরা আজকেও শুনেছি আপনারা আমাদের লোকজনকে বাধার সৃষ্টি করেন।
আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যদি চাই আপনাদের চাটমোহর থেকে এক ঘণ্টার মধ্যে বিতাড়িত করতে পারি। আমাদের বাধ্য করবেন না। আমরা চাইলে বহিরাগত কাউকে আশ্রয় প্রশ্রয় না দিয়ে চাটমোহর থেকে বিতাড়িত করে দিতে পারি এক ঘণ্টার মধ্যে।
বৃহস্পতিবার রাতে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তন করে স্থানীয় প্রার্থীর দাবিতে আয়োজিত মশাল মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন।
এর আগে চাটমোহর বাসস্ট্যান্ড এলাকা থেকে বিশাল মশাল মিছিল নিয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালুচর মাঠে গিয়ে শেষ হয়।