অর্থনৈতিক অনিশ্চয়তা আর ভূরাজনৈতিক টানাপোড়েনে আবারও ঝলমল করছে স্বর্ণবাজার। বিনিয়োগকারীরা যখন শেয়ারবাজারের পতন আর ব্যাংক খাতের অস্থিরতায় নিরাপদ আশ্রয় খুঁজছেন, তখন স্বর্ণ রেকর্ড ভাঙা দামে ছুটে চলেছে। আউন্সপ্রতি স্বর্ণের দাম ইতিহাস গড়ে ৪ হাজার ৩০০ ডলার ছাড়িয়েছে, যা ২০০৮ সালের পর এটি সবচেয়ে বড় সাপ্তাহিক উত্থান। খবর রয়টার্স
শুক্রবার (১৭ অক্টোবর) স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৩৩২.১৭ ডলারে দাঁড়ায়। এর আগে দাম ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৭৮.৬৯ ডলার ছুঁয়েছিল। ডিসেম্বরে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রে স্বর্ণ ফিউচারসের দাম ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৩৪৫.৯০ ডলারে লেনদেন হয়।
চলতি সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ৮ শতাংশ বেড়েছে। যা ২০০৮ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ সাপ্তাহিক বৃদ্ধি। সে সময় লেহম্যান ব্রাদার্সের পতনের মধ্য দিয়ে বৈশ্বিক আর্থিক সংকট শুরু হয়েছিল।