রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় অভিযুক্ত গৃহকর্মী আয়েশা আক্তারকে ছয় দিন এবং তার স্বামী রাব্বিকে তিন দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য আদালত অনুমতি দিয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই রিমান্ডের আদেশ দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই সহিদুল ওসমান মাসুম আসামিদের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।
এর আগে গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের চরকয়া এলাকায় ফুফু শাশুড়ির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বাদী আজিজুল ইসলাম জানান, তিনি সোমবার সকাল ৭টায় স্কুলে বের হন। পরীক্ষা চলায় দ্রুত ফিরে এসে ১১টার দিকে বাসায় পৌঁছালে স্ত্রী ও কন্যার লাশ দেখতে পান। তাঁর চিৎকারে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেন।
পুলিশের বিশ্লেষণে জানা গেছে, সকাল ৭টা ৫১ মিনিটে বোরখা পরে আয়েশা বাসায় প্রবেশ করেন এবং ৯টা ৩৬ মিনিটে স্কুলড্রেস পরে বাসা থেকে বের হন। ওই স্কুলড্রেস ছিল নিহত কন্যা নাফিসার।
বেলা ১১টার দিকে ফিরে বাসার এসেই তিনি স্ত্রী-কন্যার লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশেপাশের বাসিন্দারা বেরিয়ে আসেন, খবর দেওয়া হয় পুলিশে।
ভবনের একাধিক সিসিটিভি ভিডিও বিশ্লেষণ করে পুলিশ বলে, ‘সকাল ৭টা ৫১ মিনিটে বোরখা পরে ওই বাসায় ঢোকেন আনুমানিক ২০ বছর বয়সী আয়েশা। আর ৯টা ৩৬ মিনিটে স্কুলড্রেস পরে নির্বিঘ্নে বাসা থেকে বেরিয়ে যান। ওই স্কুলড্রেসটি ছিল খুন হওয়া নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসার।’