ট্রাম্পের হুমকির মুখে অস্ত্র হাতে তুলে নেওয়ার হুঁশিয়ারি কলম্বিয়ার

ছবি : সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে প্রয়োজনে আবারও ‘অস্ত্র হাতে নেয়ার’ কথা বলেছেন লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। 

চলতি সপ্তাহে সামরিক হামলার পর প্রতিবেশী দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেয়ার ঘটনায় তিনি এ প্রতিক্রিয়া জানান। মূলত প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নেয়ার অভিযানের পর ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্টকেও হুমকি দিয়েছেন এবং এর জেরেই পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো একজন সাবেক গেরিলা যোদ্ধা এবং গত কয়েক মাস ধরেই ট্রাম্পের নানা অপমান ও হুমকির লক্ষ্যবস্তু হয়ে উঠেছেন তিনি। 

সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি শপথ করেছিলাম আর কখনোই অস্ত্র স্পর্শ করবো না। কিন্তু মাতৃভূমির জন্য প্রয়োজন হলে আবার অস্ত্র ধরবো।’

পেত্রো যে এম-১৯ গেরিলা সংগঠনের সদস্য ছিলেন, সেটি ১৯৮৯ সালের শান্তি চুক্তির মাধ্যমে অস্ত্র সমর্পণ করে। গত বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর থেকেই দু’জনের মধ্যে কঠোর বাকযুদ্ধ চলছে।

এছাড়া ক্যারিবিয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মোতায়েনেরও তীব্র সমালোচক পেত্রো। শুরুতে কথিত মাদকবাহী নৌকা উড়িয়ে দেয়া থেকে এই অভিযান পরে ভেনিজুয়েলার তেলবাহী ট্যাংকার জব্দ পর্যন্ত গড়িয়েছে।

কোনও ধরনের প্রমাণ না দিয়েই প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছেন, কলম্বিয়ার প্রেসিডেন্টও মাদক পাচারের সঙ্গে জড়িত। এরপর তিনি পেত্রো ও তার পরিবারের ওপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করেন। ওয়াশিংটন একইসঙ্গে যুক্তরাষ্ট্রের ‘মাদকবিরোধী যুদ্ধে’ মিত্র দেশগুলোর তালিকা থেকেও কলম্বিয়ার নাম বাদ দেয়।

এক্স-এ দেয়া দীর্ঘ এক বার্তায় পেত্রো আরও দাবি করেন, তার সরকারের মাদকবিরোধী নীতি যথেষ্ট শক্তিশালী; তবে সামরিক অভিযান কতটা আগ্রাসী হতে পারে, তারও সীমা আছে।

তিনি লিখেছেন, ‘যদি পর্যাপ্ত গোয়েন্দা তথ্য ছাড়া এ ধরনের কোনও বোমা ফেলেন, অনেক শিশুই মারা যাবে। কৃষকদের ওপর বোমা ফেললে পাহাড়ে হাজারো মানুষ গেরিলায় পরিণত হবে। আর যদি এমন এক প্রেসিডেন্টকে গ্রেপ্তার করেন যাকে আমার দেশের একটা বড় অংশ ভালোবাসে ও সম্মান করে— তাহলে আপনি মানুষের ভেতরের বাঘকে উসকে দেবেন।’

এদিকে কলম্বিয়ার ডানপন্থি বিরোধীদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠতা রয়েছে। এ বছর দেশটিতে আইনসভার ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনে ভালো করার বিষয়ে বিরোধীরা বেশ আশাবাদী। আর এই পরিস্থিতিতে সপ্তাহান্তে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ‘তিনি একজন অসুস্থ মানুষ। তিনি কোকেন বানাতে ভালোবাসেন এবং সেটা যুক্তরাষ্ট্রে ব্রিক্রি করেন।’

এরপর রোববার ট্রাম্প হুমকি দেন, ‘ভালো আচরণ না করলে’ ভেনেজুয়েলাকে দ্বিতীয় দফা হামলা করা হবে। একই সঙ্গে কলম্বিয়া সরকারের বিরুদ্ধেও সামরিক অভিযানের ইঙ্গিত দেন তিনি। মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, এমন একটা অভিযানের কথা ‘আমার কাছে ভালোই শোনাচ্ছে’।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ পেট্রোল পাম্পে তেল বিক্রি, ভোক্তার অভিযানে জরিমানা-সিলগালা

তৃতীয় দিনে ইসিতে আপিলের আবেদন ১৩৩টি

বিদ্যুৎ ও জ্বালানি গবেষণায় স্বতন্ত্র ইনস্টিটিউশন গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

পুলিশের ১৪ কর্মকর্তার রদবদল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ৪৬

নিরাপত্তা ঝুঁকি কমাতে স্যাটেলাইট নামাবে স্টারলিংক

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ব্যারিস্টার মওদুদের স্ত্রী

দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ খেলতে চাই না: আসিফ নজরুল

জকসু নির্বাচনে ২৩ কেন্দ্রের ফলাফলে শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির

হুগো শাভেজ-চমস্কি আমার বাবার বন্ধু ছিলেন : মেঘনা আলম

১০

না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত পরিচালক বেলা তার

১১

উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান, যা থাকছে সফরসূচিতে

১২