তেহরানে ঝুঁকিতে বাংলাদেশ দূতাবাস

ছবি সংগৃহিত।

ইসরায়েলের অব্যাহত হামলায় ইরানের রাজধানী তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ঝুঁকির ম‌ধ্যে র‌য়ে‌ছে । মূলত, দূতাবাসের এক কিলোমিটারের মধ্যে অন্তত দুটি সংবেদনশীল স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি হামলার পর, দূতাবাস কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

সোমবার (১৬ জুন) সকালে তেহরানের বাংলাদেশ দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে তেহরান থেকে মিশনে কর্মরত কূটনীতিকসহ সবাইকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার তাৎক্ষণিক সিদ্ধান্ত দেয়া হয়েছে। তবে ইরানের বর্তমান পরিস্থিতির কারণে  তেহরানের বাইরে উপযুক্ত নিরাপদ আবাসস্থল খুঁজে পাওয়া দুরূহ বিষয়।

ইরানে থাকা কোনো বাংলাদেশি ঝুঁকিতে পড়লে তাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক‌টি সূত্র জা‌নি‌য়ে‌ছে, ইসরাইলি ক্ষেপণাস্ত্রের বড় একটি লক্ষ্যবস্তু হচ্ছে তেহরান এবং সেখানেই বাংলাদেশ দূতাবাসের অবস্থান। এছাড়া কিছু বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবী তেহরানে অবস্থান করছেন। এই প্রেক্ষাপটে রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবারসহ প্রবাসী বাংলাদেশিদের তেহরানের বাইরে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রয়োজনে তাদের তৃতীয় দেশে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, প্রথম অগ্রাধিকার হচ্ছে নিরাপত্তা। তেহরানে থাকা বিপজ্জনক হলে নিরাপদ স্থানে সরে যাওয়াই সঙ্গত। তিনি বলেন, তেহরানের অবস্থা বুঝে দূতাবাস এ বিষয়ে ব্যবস্থা নিতে পারে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ

দেশে পুলিশের অভিযানে এক দিনে গ্রেপ্তার ১২৬১

পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে এখনও সুস্পষ্ট ঘোষণা পাইনি: সালাহউদ্দিন

সেই সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন, মিলেছে অভিযোগের প্রাথমিক সত্যতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক চুক্তি কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ শুল্ক নির্ধারণ

১০০ আসনের উচ্চকক্ষ, পিআর পদ্ধতিতে মনোনীত হবেন সদস্যরা

চুয়াডাঙ্গা দর্শনা চেকপোস্ট দিয়ে ১৫ বাংলাদেশীকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বিএসএফ

'৪ জনের মধ্যে ৩ জনকে মেরে ফেলছে শুধু আমি বেঁচে আছি'

'আপনারা আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আছেন, আমাদের লাঞ্ছিত করবেন না।'

১০

নিশ্চিত থাকেন নির্ধারিত সময়েই নির্বাচন, একদিনও দেরি হবে না : প্রেস সচিব

১১

ওমানের অবৈধ প্রবাসীদের জন্য সুখবর

১২