বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে ফিক্সিংয়ের তদন্তের খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছে বিসিবি। শুক্রবার (৩০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ফিক্সিংয়ের তদন্ত সংক্রান্ত বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য (বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল বুলবুলের) বিরুদ্ধে ফিক্সিংয়ের তদন্ত করছেন) ছড়িয়ে পড়ার বিষয়টি বোর্ডের নজরে আসার পর এই বিজ্ঞপ্তি দেয় বিসিবি। এসব তথ্য ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছে বোর্ড।
বিষয়টি নিয়ে লিখিত বক্তব্যে অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘আমি বিসিবি সভাপতি বুলবুলের ফিক্সিংয়ে জড়িত থাকা নিয়ে তদন্ত করছি, এটি সম্পূর্ণ অসত্য ও মনগড়া অভিযোগ।’
ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি। এসব কার্যক্রম বিসিবি সভাপতির সুনাম ক্ষুণ্ন করা এবং বোর্ড ও দেশের ক্রিকেটের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা বলে মনে করে বোর্ড।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, খেলোয়াড় বা কর্মকর্তাদের লক্ষ্য করে পরিচালিত যেকোনো ধরনের কুৎসা ও ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি কিংবা প্ল্যাটফর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বোর্ড।