দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে প্রতিহত করা হবে: মাওলানা রফিকুল ইসলাম খান

উল্লাপাড়ায় কর্মী সম্মেলনে বক্তব্য দেন মাওলানা রফিকুল ইসলাম খান।

বাংলাদেশ জামায়েত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘হাজার হাজার মানুষকে গুম করে খুন করে দেশে এক দলীয় শাসনব্যবস্থা কায়েম করে দেশকে অস্থিতিশীল করে সারা জীবনের জন্য ক্ষমতায় থাকতে চেয়েছিল ফ্যাসিবাদী হাসিনা। পরিকল্পিতভাবে দেশে আবার বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টায় লিপ্ত ফ্যাসিস্টের দোসোরেরা, বাংলার এই ইসলাম প্রিয় জনগণদের নিয়ে তাদেরকে প্রতিহত করা হবে। ইনশাআল্লাহ।’

রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়ন কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনে ইউনিয়ন আমির শাহিন আলমের সভাপতিত্বে ইউনিয়ন সেক্রেটারি আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকার ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। রাষ্ট্রীয় উদ্যোগে কোনো কলকারখানা তৈরি করা হয়নি, যা চালু ছিল সেগুলো বন্ধ করে দেয়া হয়েছে। অসংখ্য মানুষ বেকার হয়ে পড়েছিল। বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে জনসম্পদ এই জনসংখ্যা বোঝা নয় দেশের সম্পদ। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হলে এই মানবসম্পদকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গঠন করে গোটা পৃথিবীর সামনে দৃষ্টান্ত স্থাপন করা হবে।

জামায়েতকর্মীদের উদ্দেশ্যে রফিকুল ইসলাম খান বলেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামীনের সাথে আরো গভীর সম্পর্ক স্থাপন করতে হবে। ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের প্রতি গুরুত্ব দিতে হবে। বিশেষ করে তাহাজ্জুদের নামাজ নিয়মিত আদায় করতে হবে। আল্লাহর কাছে বিশেষ সাহায্য চাইতে হবে, যাতে করে আমরা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে পারি।

কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস-চেয়ারম্যান অধ্যাপক শাজাহান আলী, উপজেলা সেক্রেটারি মো: খায়রুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুল বারিসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকবাজার আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

সন্দ্বীপে কিরাত সম্মেলনে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান

চকবাজারে আবাসিক ভবনে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন করলেন সেরা খামারি পিংকি আক্তার

খালেদা জিয়ার চিকিৎসায় চীনা মেডিকেল টিম এভারকেয়ারে

কর্মবিরতি চলছে প্রাথমিক সহকারী শিক্ষকদের, পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষকরা

২২ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন

সীমান্তে স্বর্নের বারসহ ভারতীয় নাগরিক আটক

শরিফুল রাজের সঙ্গে জুটি বাঁধলেন তিথী

বন্যায় ৩ দেশে মৃত্যু ৯০০ ছাড়াল

১০

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

১১

শেখ হাসিনার ৫, রেহানা ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

১২