উল্লাপাড়ায় সফল দায়িত্ব পালন শেষে মানবিক ইউএনও হাসনাতকে দিনাজপুরে বদলি

ছবি- আবু সালেহ মোহাম্মদ হাসনাত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাতকে সফলভাবে দায়িত্ব পালন শেষে দিনাজপুর জেলা পরিষদে বদলি করা হয়েছে। দায়িত্ব পালনের পুরো সময় জুড়ে তিনি উল্লাপাড়ার সাধারণ মানুষের কাছে একজন মানবিক, জনবান্ধব ও সেবামুখী প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেন।

দায়িত্ব পালনকালে উল্লাপাড়ার সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ ও মানবিক আচরণ তাকে দ্রুতই পরিচিত করে তোলে “মানবিক ইউএনও” হিসেবে। সাধারণ মানুষের সমস্যার কথা সরাসরি শোনা, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, জরুরি সময়ে সহায়তা প্রদান। এসব কর্মকাণ্ডের কারণে তিনি জনপ্রশাসনের ইতিবাচক চিত্র তুলে ধরতে সক্ষম হন। 

উপজেলার বিভিন্ন ইউনিয়নে সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর এবং জনসেবামূলক অবকাঠামো উন্নয়নে তিনি রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। উন্নয়ন কার্যক্রমের সঠিক বাস্তবায়নে নিয়মিত মাঠ পর্যায়ে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত ও মানসম্মত কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

এছাড়া তিনি প্রশাসনিক কার্যক্রমেও এনে ছিলেন গতিশীলতা। সরকারি প্রকল্প বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কার্যক্রম, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং দাপ্তরিক ব্যবস্থাপনায় তিনি পরিচিত ছিলেন কঠোর কিন্তু ন্যায়নিষ্ঠ হিসেবে। বিভিন্ন সেবামূলক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত তদারকি করেন, যার ফলে জনমানুষের আস্থা বেড়ে যায় প্রশাসনের প্রতি।

এক বছরের বেশী সময় দায়িত্বে তার কার্যক্রম, ব্যবহার, মানবিকতা এবং কর্মদক্ষতার কারণে উল্লাপাড়ার সাধারণ মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। উপজেলা বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মতে, মানবিকতা, উন্নয়ন ও শৃঙ্খলার একটি সমন্বিত উদাহরণ সৃষ্টি করেন ইউএনও আনু সালেহ মোহাম্মদ হাসনাত। নতুন কর্মস্থল দিনাজপুর জেলা পরিষদে যোগদান করলেও উল্লাপাড়ার মানুষের কাছে তিনি রয়ে যাবেন মানবিক ও সেবামুখী প্রশাসকের প্রতীক হিসেবে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএল স্থগিত করল বিসিবি

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও সুরক্ষা আইনের অধ্যাদেশ অনুমোদন

বিসিবি পরিচালক নাজমুলকে দায়িত্ব থেকে অব্যাহতি

জুলাই আন্দোলনকারীদের দায়মুক্তি অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন, আন্দোলনের জন্য তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না : আসিফ

ভোলায় পর্যটন সুবিধা পেলে বদলে যেতে পারে দক্ষিণের অর্থনৈতিক চিত্র

সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ক্রিকেটারদের

ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনার দুই আসনে নির্বাচন

আজও ঢাকার তিন মোড়ে সাত কলেজ শিক্ষার্থীদের ‘ব্লকেড’

আজকের মুদ্রার রেট: ১৫ জানুয়ারি ২০২৬

ইসলামী আন্দোলন নিয়ে জামায়াত আমিরের বার্তা

১০

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক

১১

অব্যাহতি চেয়ে জয়-পলকের আইনজীবীর শুনানি আজ

১২