চুয়াডাঙ্গায় নবদম্পতিকে কুপিয়ে নগদ টাকা ও স্বর্ণ লুটের ঘটনায় আটক ৪ জন

ছবি সংগৃহিত।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হরিশচন্দ্রপুর-সড়াবাড়ীয়া সড়কে এক নবদম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে লুটে নেয়া স্বর্ণের গয়না ও নগদ টাকাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। 

গত সোমবার (২৪ ফেব্রুয়ারী) দিনগত রাতে পুলিশ ও ডিটেক্টিভ ব্রাঞ্চ (ডিবি) যৌথ অভিযান চালিয়ে ৪ জন দুর্বৃত্তকে আটক করেছে। 

এ সময় তাদের কাছ থেকে লুটে নেয়া নগদ ৪৫ হাজার টাকা ও স্বর্ণের গয়না উদ্ধার করা হয়। 

আটককৃতরা হলেন, দামুড়হুদা উপজেলার হরিশচন্দ্রপুর গ্রামের মরহুম করিম মন্ডলের ছেলে মওলা বক্স (৫৪), একই উপজেলার উসমানপুর বেদেপোতার মরহুম রমজান আলীর ছেলে ছালাম (৩৫), সড়াবাড়ীয়া গ্রামের মরহুম মজিবর শাহ'র ছেলে  শাহাবুদ্দিন বদ্দি (৪২) ও পীরপুরকুল্লা গ্রামের ফজলুর রহমানের ছেলে আসকার (৪৬)। 

এবিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর জানান, গত রবিবার (২৩ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৭টার দিকে হরিশচন্দ্রপুর-সাড়াবাড়ীয়া সড়কে লুটের ঘটনাটি ঘটে। আহত সাগর কুড়ুলগাছী ইউনিয়নের হরিশচন্দ্রপুর নতুনগ্রামের মজিবরের ছেলে শ্বশুর বাড়ী থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ী ফিরছিলেন। তারা হরিশচন্দ্রপুর-সড়াবাড়ীয়া সড়কে প্রতিবন্ধী স্কুলের কাছে পৌঁছুলে দুর্বৃত্তেদের কবলে পড়েন। এক পর্যায়ে ধস্তাধস্তির সময় তাদের চিৎকার শুনে গ্রামের লোকজন ছুঁটে আসলে অবস্থা বেগতিক দেখে  দুর্বৃত্তরা সাগরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে, মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এসময় তার কাছে থাকা নগদ ৪৫ হাজার টাকা ও তার স্ত্রীর কাছে থাকা স্বর্ণের গয়না লুট করে নিয়ে যায়।

তিনি আরো বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে দর্শনা থানা হেফাজতে আনা হয়। আহত সাগরকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। 

এ ঘটনায় গত সোমবার দুপুরে দর্শনা থানায় ৩৯৪ ধারায় একটি মামলা রুজু করা হয়। তিনি বলেন, আটককৃতদের আদালতে সোপর্দ করে আরো তথ্য জানার জন্য তাদেরকে পুলিশী হেফাজতে নেয়ার জন্য  আবেদন করা হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ নিবন্ধনের সময় বাড়ল

একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম

মিরপুরে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৩ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা

সারারাত হাইকোর্টের সামনে অবস্থান করবেন শিক্ষকরা, বুধবার শাহবাগ অবরোধ

মাহির রহস্যময় পোস্ট!

পাবিপ্রবি’র রোভার স্কাউটের তাঁবু হস্তান্তর

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪১

আগুনের ৩০০ গজের মধ্যে না থাকার নির্দেশ: ফায়ার সার্ভিস

১০

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত ৩

১১

মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে আগুনে নিহত ৯

১২