চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত

ছবি:সংগৃহীত ।

চট্টগ্রামের রাউজান দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ আলমগীর (৫৫) নামে যুবদলের এক নেতা নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল এলাকার পশ্চিম রাউজানের কায়কোবাদ আহম্মদ জামে মসজিদের সামনে রশিদর পাড়া সড়কের পাশে তাকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

আলমগীর রাউজান রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের চৌধুরী মার্কেট এলাকার সিদ্দিক চৌধুরী বাড়ির আবদুস সাত্তারের ছেলে। এই ঘটনায় একই এলাকার কালু সওদাগরের ছেলে রিয়াদ (২২) গুলিবিদ্ধ হয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের স্ত্রী লাভলী আকতার বলেন, ‘আমরা আমার আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে চট্টগ্রাম-রাঙামাটি সড়ক সংযুক্ত অভ্যন্তরীণ সড়কে একদল অস্ত্রধারী মোটরসাইকেল যোগে এসে গুলি করে পালিয়ে যায়।’

নিহতের ছেলে মোহাম্মাদ আরফাত বলেন, ‘আত্মীয় বাড়ি থেকে বাসায় ফেরার পথে মোটরসাইকেল নিয়ে সংঘবদ্ধ অস্ত্রধারীরা আমাদের লক্ষ্য করে গুলি ছুড়ে।সিএনজিতে ছিলাম, বাবা তার বাইকে ছিলেন। অন্তত ২০-৩০জন অস্ত্রধারীরা বাইকে করে এসে আব্বুকে লক্ষ্য করে গুলি করেছিল। গুলির শব্দ শুনে আমি পালিয়ে যায়। আমি প্রাণে রক্ষা পেলেও বাবা বেঁচে নেই। আমি কয়েকজনকে চিনতে পেরেছি। পুলিশকে বলেছি।’

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাজমুল হাসান বলেন, ‘ঘাড়েসহ নিহতের শরীরের বিভিন্ন অংশে পাঁচটি গুলির চিহ্ন ছিল। ঘটনাস্থলে মৃত্যু হলেও পরীক্ষা-নিরিক্ষার মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। গুরুতর আহত আরও একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ‘ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোস্টাল ব্যালটে ভোট দিতে সাড়ে ৩ হাজার নিবন্ধন

তিন দিনের সফরে শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক: তারেক রহমান

এনসিপির মনোনয়নপত্র নিলেন রিকশাচালক সুজন

১৯ দিনে প্রবাসী আয় ২৪ হাজার কোটি টাকা

ফের মা হচ্ছেন সোনম, অভিনেত্রীর স্বামী বললেন ‘ঝামেলা’

ডেঙ্গুতে এক দিনে ৪ জনের মৃত্যু

আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আসিফ নজরুল

সিরাজগঞ্জে ‘যমুনা’ নামে উপজেলা চায় চরঅঞ্চলের ৬ ইউনিয়নবাসী

ওসি প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ

১০

রাবি শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ

১১

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না বাংলাদেশ: উপদেষ্টা ড. খলিলুর

১২